স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ মার্চ : কথা দিয়েছিলেন কল্যাণ চৌবে। সাত দিন আগে ভারতীয় ফুটবল সংস্থার সভাপতি বলেছিলেন যে ভারতের ফুটবল দলকে চার্টার্ড বিমানে খেলতে পাঠানো হবে। সাত দিন পরেই নিজেদের কথা থেকে সরে দাঁড়াল সংস্থা। জানিয়ে দেওয়া হয়েছে, সাধারণ বিমানে চেপেই যেতে হবে সুনীল ছেত্রী, ইগর স্তিমাচদের।
২১ মার্চ সৌদি আরবের আভাতে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা রয়েছে ভারতের। সেই ম্যাচ খেলতে ভারতীয় দলকে চার্টার্ড বিমানে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল এআইএফএফ। একটি বিবৃতিতে কল্যাণের নাম করে জানানো হয়েছিল, এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবলারদের ধকল কমাতে চার্টার্ড বিমানের বন্দোবস্ত করা হবে। কিন্তু নিজেদের কথা থেকে সরে দাঁড়াল সংস্থা।
হঠাৎ কেন সুর বদল? সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, সব মিলিয়ে ৪০ জনের দলকে চার্টার্ড বিমানে পাঠানোর খরচ অনেক বেশি। সেই ধরনের বিমানও নাকি পাওয়া যাচ্ছে না। তাই ফুটবলারদের সাধারণ বিমানে যেতে হবে। শুক্রবার দিল্লি থেকে প্রথমে জেড্ডা যাবেন তাঁরা। সেখানে বিমান বদলে আভা যেতে হবে।
তবে একসঙ্গে সব ফুটবলার যেতে পারবেন না। প্রথম ব্যাচ শুক্রবার বেরিয়ে পড়বে। এফসি গোয়া ও বেঙ্গালুরু এফসির যে ফুটবলারেরা জাতীয় দলে রয়েছেন, তাঁরা নিজেদের ম্যাচের পরে বিমান ধরবেন।