Monday, January 13, 2025
বাড়িখেলাস্লোভাকিয়ার পাশাপাশি নাপোলির কোচের দায়িত্বেও কালজোনা

স্লোভাকিয়ার পাশাপাশি নাপোলির কোচের দায়িত্বেও কালজোনা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২০ ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে লড়বে নাপোলি। এর আগে সোমবার এলো কোচের দায়িত্বে এই রদবদল। চলতি মৌসুমে নাপোলির তৃতীয় কোচ হতে চলেছেন কালজোনা। লুসিয়ানো স্পালেত্তির কোচিংয়ে গত মৌসুমে স্মরণীয় লিগ শিরোপা জয়ের পর এই মৌসুমে ধুঁকছে নাপোলি। সেরি আ জয়ের পর বিরতিতে যান স্পালেত্তি। নতুন কোচ রুদি গার্সিয়ার কোচিংয়ে লিগের শুরুটা খারাপ করে নাপোলি। লিগে ১২ ম্যাচের কেবল ৬টিতে জয়ের পর তাকে বরখাস্ত করে গত নভেম্বরে দায়িত্বে আনা হয় মাজ্জারিকে। মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি ছিল তার সঙ্গে।সাত মাসের জন্য দায়িত্ব নিয়ে তিন মাস টিকলেন ওয়াল্তার মাজ্জারি। কিন্তু তার কোচিংয়ে খারাপ থেকে আরও খারাপে পৌঁছে যায় নাপোলি। এই সময়ে লিগে ১২ ম্যাচের স্রেফ ৪টিতে জিততে পারে দল। গার্সিয়াকে বরখাস্ত করার সময় পয়েন্ট তালিকায় তারা ছিল চারে। মাজ্জারির সময়ে তারা নেমে যায় নবম স্থানে। শনিবার জেনোয়ার বিপক্ষে ড্রয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল ক্লাব। নাপোলিতে প্রথম দফার দায়িত্বে প্রায় চার বছর (২০০৯-২০১৩) ডাগআউটে ছিলেন মাজ্জারি। এবার টিকতে পারলেন না চার মাসও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য