Friday, January 24, 2025
বাড়িখেলাআইএলএস হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পর ছাড়া পেলেন কর্ণাটক রঞ্জি দলের অধিনায়ক...

আইএলএস হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পর ছাড়া পেলেন কর্ণাটক রঞ্জি দলের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ জানুয়ারি: আইএলএস হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পর ছাড়া পেলেন কর্ণাটক রঞ্জি দলের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। নতুন করে কোনও বিপদের সম্ভাবনা নেই। বুধবার বিকেলে তিনি এমবিবি বিমানবন্দর থেকে রওনা হয়েছেন ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে। বিকেলের মধ্যে ফিরবেন বেঙ্গালুরু। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে আদালত নিযুক্ত প্রশাসক বাসুদেব চক্রবর্তী জানিয়েছেন মঙ্গলবার বিকেলে বিমানে ওঠার সময় জল ভেবে কোন তরল পদার্থ মুখে ঢালার পর মায়াঙ্ক আগরওয়ালের মুখ ও ঠোঁট ফুলে যায়।

জ্বলতে শুরু করে গলাও। সঙ্গে সঙ্গে এলার্জি ও দেখা দেয়। তড়িঘড়ি কর্ণাটক রঞ্জি দলের ম্যানেজার তাকে নিয়ে আসে আইএলএস হাসপাতালে। আইএলএস হাসপাতালে চিকিৎসার পর মায়াঙ্ক এখন পুরোপুরি সুস্থ না হয়ে উঠলেও ভালোই রয়েছেন। বুধবার আইএলএস হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হন। সেখানেই পরবর্তী চিকিৎসা সেরে নেবেন তিনি। ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বাজেয়াপ্ত করা হয়েছে সেই বোতলটিও।

বোতলে বিষাক্ত কিছু থাকার ফলেই এই ঘটনা। কর্ণাটক রঞ্জি দলের ম্যানেজার অভিনন্দন জানিয়েছেন কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন,ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, ত্রিপুরা পুলিশ এবং আইএলএস হাসপাতালকে। মায়াঙ্ক আগারওয়ালের এখন কোন ধরনের বিপদের সম্ভাবনা নেই। এটাই সবচেয়ে বড় বিষয় তার কাছে। তবে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে মুখ খুলতে চাননি তিনি।

এদিকেপশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার বলেন, আপাতত মায়াঙ্কের শরীর ঠিকঠাকই রয়েছে। ম্যানেজার একটি অভিযোগ দায়ের করেছেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায়।
ত্রিপুরার স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে বলেন, পুলিশ অভিযোগ দায়ের করেছে। এখন তদন্ত করে দেখা হচ্ছে কী হয়েছিল।


কর্নাটকের রঞ্জিত ট্রফিতে পরবর্তী ম্যাচ সুরাটের বিরুদ্ধে। এই ম্যাচে খেলার সম্ভাবনা নেই মায়াঙ্কের। ২ ফেব্রুয়ারি থেকে শুরু এই ম্যাচ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য