স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ জানুয়ারি : ফের এশীয় ক্রিকেটের রাশ ভারতের হাতে। আরও একবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে নিযুক্ত হলেন বিসিসিআই সচিব জয় শাহ । এই নিয়ে তৃতীয়বার এশিয়ান ক্রিকেট সংস্থার শীর্ষপদে বসলেন ভারতীয় বোর্ড সচিব।
বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় সভাপতি পদে জয় শাহর নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। বাকি সদস্যরাও সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাবে সম্মতি দেন। ফলে তৃতীয়বার এসিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন ভারতীয় বোর্ডের সচিব। জয় শাহর আগে এশীয় ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
২০২১ সালে প্রথমবার জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নিযুক্ত হন। তখনও বিসিসিআই সচিব ছিলেন জয় শাহ। বোর্ড সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শোনা যায়, এশিয়ান ক্রিকেটের শীর্ষপদে সেসময় সৌরভেরই বসার কথা ছিল। তাঁর অসুস্থতার জন্যই জয় শাহকে এশীয় ক্রিকেট সংস্থার শীর্ষপদে বসানো হয়। এরপর ২০২২ সালে তাঁর মেয়াদ বাড়ানো হয়। এবার আরও একবছরের জন্য জয় শাহর কাজের মেয়াদ বাড়ল।
জয় শাহ এসিসি সভাপতি নির্বাচিত হওয়ায় বকলমে সুবিধা হবে ভারতীয় ক্রিকেটের। এর আগে গত বছর এশিয়া কাপ আয়োজন নিয়ে যখন জটিলতা তৈরি হল, তখন জয় শাহই প্রভাব কাটিয়ে এশিয়া কাপ পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় সরাতে সাহায্য করেন। হাই ব্রিড মডেলে হয় ওই টুর্নামেন্ট। ২০২৫ সালে ফের পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে এশীয় ক্রিকেটের রাশ ভারতের হাতে থাকাটা জরুরি ছিল।