Monday, February 17, 2025
বাড়িখেলাভবিষ্যৎ নিয়ে ‘সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন’ ওসিমেন

ভবিষ্যৎ নিয়ে ‘সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন’ ওসিমেন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ জানুয়ারি: গুঞ্জন আছে, ওসিমেনকে দলে পেতে আগ্রহী চেলসিসহ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব। গত ডিসেম্বরে সেরি আ চ্যাম্পিয়ন নাপোলির সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি করেন তিনি।বর্তমানে জাতীয় দলের হয়ে আফ্রিকান নেশন্স কাপে খেলা ২৫ বছর বয়সী ওসিমেন সম্প্রতি সিবিএস স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মৌসুম শেষে ভবিষ্যতের সিদ্ধান্ত জানাবেন তিনি।“আমার প্রিমিয়ার লিগে যাওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। আগ্রহের কেন্দ্রে থাকা একজন স্ট্রাইকারের জন্য এমন কিছু প্রত্যাশিতই। অবশ্যই প্রিমিয়ার লিগ গোটা বিশ্বের সবচেয়ে বড় এবং সেরা লিগগুলোর একটি।”“আমি নাপোলির সঙ্গে আছি, নতুন চুক্তি করেছি। এখানে সময়টা উপভোগ করছি। আমি ইতিমধ্যেই মনস্থির করে ফেলেছি। আমি জানি, ক্যারিয়ারে কী করতে চাই। যখন থেকে খেলা শুরু করেছি, আমি নিজেই নিজের সিদ্ধান্ত নিয়েছি এবং আমার জন্য সবকিছু ঠিকঠাক হয়েছে। আমি জানি পরবর্তী কী পদক্ষেপ নিতে চাই। আপাতত ভালোভাবে মৌসুমটা শেষ করতে চাই।”

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত গ্রীষ্মের দলবদলে ওসিমেনের জন্য সৌদি আরবের একটি ক্লাবের ২০ কোটির বেশি ইউরোর প্রস্তাব ফিরিয়ে দেয় নাপোলি।২০২০ সালের জুলাইয়ে ফরাসি ক্লাব লিল থেকে নাপোলিতে যোগ দেন ওসিমেন। ২০২২-২৩ মৌসুমে সেরি আয় ৩২ ম্যাচে ২৬ গোল করে ৩৩ বছর পর নাপোলির প্রথম লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।চলতি আফ্রিকান নেশন্স কাপে গ্রুপ পর্বে নাইজেরিয়ার তিন ম্যাচের সবগুলোতে ওসিমেন নামেন শুরুর একাদশে। একটি গোল করেন প্রথম ম্যাচে। প্রতিযোগিতার শেষ ষোলোয় আগামী শনিবার ক্যামেরুনের বিপক্ষে খেলবে নাইজেরিয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য