Sunday, September 8, 2024
বাড়িখেলামেসি পিএসজির প্রতি সম্মান দেখায়নি: পিএসজি সভাপতি

মেসি পিএসজির প্রতি সম্মান দেখায়নি: পিএসজি সভাপতি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ জানুয়ারি: ০: পিএসজি ছাড়ার পর ক্লাবটির প্রতি ‘সম্মান’ দেখাননি লিওনেল মেসি, এমন কথাই বলেছেন নাসের আল খেলাইফি। পিএসজি সভাপতি গতকাল ফরাসি রেডিও আরএমসির সঙ্গে আলাপচারিতায় আর্জেন্টাইন তারকাকে নিয়ে এমন নেতিবাচক মন্তব্য করেন।আমি তাকে (মেসি) অনেক সম্মান করি। কিন্তু কেউ যদি পিএসজি ছেড়ে যাওয়ার পর ক্লাবটি নিয়ে বাজে কথা বলে, তাহলে সেটি ভালো নয়। এটা সম্মান দেওয়া হলো না।

বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে পিএসজিতে যোগ দেন মেসি। ফরাসি ক্লাবটিতে দুই মৌসুম কাটিয়ে ৭৫ ম্যাচে ৬৭ গোল করেন, দুবার জিতেছেন ফরাসি লিগও। কিন্তু যে লক্ষ্য নিয়ে মেসিকে এনেছিল পিএসজি, সেই আরাধ্য চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি। ক্লাবটির সমর্থকেরা অনেকবারই মাঠে দুয়ো দিয়েছেন মেসিকে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড নিজেও এর আগে ক্লাবটির হয়ে খেলার সময় নিজের অসন্তোষের কথা বলেছেন। গত বছর ক্লাব কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় মেসিকে নিষিদ্ধও করেছিল পিএসজি। শেষ পর্যন্ত গত বছর জুলাইয়ে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি।

পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি আরএমসিকে বলেন, ‘আমরা তখনই কথা বলি, যখন সেখানে থাকি, চলে যাওয়ার পর কথা বলি না। আমি তাকে (মেসি) অনেক সম্মান করি। কিন্তু কেউ যদি পিএসজি ছেড়ে যাওয়ার পর ক্লাবটি নিয়ে বাজে কথা বলে, তাহলে সেটি ভালো নয়। এটা সম্মান দেওয়া হলো না। সে মানুষ হিসেবে খারাপ নয়, কিন্তু ব্যাপারটা আমার ভালো লাগেনি। আর এই কথাটা শুধু তার জন্য নয়, সবার জন্যই।’ খেলাইফি আরও বলেছেন, ‘আমি চাই, খেলোয়াড়েরা সেখানে (পিএসজি) থাকতে কথা বলুক, চলে যাওয়ার পর নয়।

এটা আমাদের ধরন নয়।’পিএসজিতে কাটানো দুই মৌসুম নিয়ে গত বছর আগস্টে মুখ খুলেছিলেন মেসি। মায়ামিতে যোগ দেওয়ার পর স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে প্রথম আলাপচারিতায় বলেছিলেন, ‘আগেই বলেছি, আমি প্যারিসে যেতে চাইনি, বার্সেলোনাও ছাড়তে চাইনি। ব্যাপারগুলো হঠাৎ করেই ঘটে গেল। আর আমাকেও এমন জায়গায় মানিয়ে নিতে হয়েছে, যে জায়গাটা আমি এত দিন যেখানে যেভাবে বেড়ে উঠেছি, তার চেয়ে একদমই আলাদা। সেটা খেলাধুলা এবং শহর—দুটি দৃষ্টিকোণ থেকেই। এটা আমার জন্য কঠিন ছিল, তবে এখন (মায়ামিতে) যা ঘটছে, ব্যাপারটা তার উল্টো।’

২০২২ সালের ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জিতে নেওয়া মেসি সে সময় ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, পিএসজিতে পরিবার নিয়ে বেশ কঠিন সময় কেটেছে তাঁর, ‘পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার পর আমরা এটাই (ইন্টার মায়ামি) খুঁজছিলাম। গোটা ক্যারিয়ারজুড়ে যেভাবে উপভোগ করে এসেছি, দুই বছর কঠিন সময় কাটানোর পর আমরা সেই উপভোগ্য সময়টাই ফেরত আনতে চেয়েছি। সত্যটা হলো (পিএসজিতে) আমাদের কঠিন সময় কেটেছে। কিন্তু সৌভাগ্যবশত আমরা এমন এক জায়গায় এসেছি, যেখানে শুধু খেলার কারণেই সুখী নই, পরিবার এবং সন্তানদের নিয়ে প্রাত্যহিক জীবনটাও উপভোগ করছি।’

মেসির প্রতি হতাশ হলেও তাঁকে নিয়ে দৃষ্টিভঙ্গি বদলায়নি পিএসজি সভাপতি খেলাইফির। আরএমসিকে বলেছেন, ‘মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। বার্সেলোনায় অনেক বছর কাটিয়ে (পিএসজিতে) আসাটা তার জন্য সহজ ছিল না। বার্সেলোনায় তার জন্য সবকিছুই করা হয়েছে। ক্লাব, ম্যানেজমেন্ট, কোচ, খেলোয়াড়—সবই ছিল মেসির জন্য। কিন্তু এখানে (পিএসজি) ব্যাপারটা এক রকম ছিল না। নেইমার এবং কিলিয়ান এমবাপ্পের মতো আরও কয়েকজন খেলোয়াড় ছিল।’

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য