Sunday, September 8, 2024
বাড়িখেলাঅর্জুনা অ্যাওয়ার্ড জিতে শামির ‘স্বপ্নপূরণ’

অর্জুনা অ্যাওয়ার্ড জিতে শামির ‘স্বপ্নপূরণ’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৯ জানুয়ারি : ভারতের রাষ্ট্রপতি দৌপদি মুর্মুর হাত থেকে মঙ্গলবার অর্জুনা অ্যাওয়ার্ড গ্রহণ করেন শামি। ভারতীয় ক্রীড়ার দ্বিতীয় সর্বোচ্চ স্বীকৃতি এটি, কেতাবি নাম ‘অর্জুনা অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স ইন স্পোর্টস অ্যান্ড গেমস।’ ভারতীয় ক্রীড়ার এর ওপরে একটিই স্বীকৃতি আছে, ‘খেল রত্ন অ্যাওয়ার্ড।’

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শামি বললেন, অনেক কঠিন পথ পাড়ি দিয়ে অনেক ঘাম ঝরানোর পুরস্কার বলেই এটির তৃপ্তি তার কাছে বেশি।“এটা সপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার, আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। অনেকের জীবন চলে যায়, কিন্তু এই পুরস্কার জিততে পারে না। আমি খুবই খুশি যে আমাকে এটির জন্য মনোনীত করা হয়েছে।”“আমার কষ্টের ফসল এটি। ভাগ্যে লেখা থাকলে কেউ তা বদলাতে পারে না। ভাগ্যে কিছু নির্ধারিত হয়ে থাকলে তা হবেই। স্রেফ কঠোর পরিশ্রম করে যেতে হবে। এটির পুরস্কার মিলবেই।গত বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার পর তার নাম এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। বিশ্বকাপেঅসাধারণ পারফরম্যান্সের পর আর তাকে মাঠে দেখা যায়নি। চোটের কারণে তিনি যেতে পারেননি দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে সীমিত ওভারের সিরিজে অবশ্য এমনিতেই বিশ্রাম দেওয়া হতো তাকে। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে তাকে রাখা হয়েছিল। কিন্তু ফিট হতে না পারায় শেষ পর্যন্ত যেতে পারেননি।

দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টে হেরে গেলেও দ্বিতীয় টেস্টে দারুণ এক জয় দিয়ে সিরিজ ড্র করে ভারত। সেঞ্চুরিয়ন ও কেপ টাউনের কন্ডিশনে শামি থাকলে যে দারুণ কার্যকর হতেন, তা নিয়ে সংশয় আছে সামান্যই। শামি অবশ্য সতীর্থদের পারফরম্যান্সের প্রশংসাই করলেন।“দ্বিতীয় টেস্টে আমরা ভালো করেছি। সবাই অবদান রেখেছে এবং আমাদের বোলারদের পারফরম্যান্স দুর্দান্ত। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। দুর্ভাগ্যজনকভাবে আমি খেলতে পারিনি চোটের কারণে, তবে যত দ্রুত সম্ভব প্রতিযাগিতামূলক ক্রিকেটে ফিরতে চাই। আশা করি, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই আপনারা আমাকে দেখতে পাবেন।”ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের সিরিজ শুরু আগামী ২৫ জানুয়ারি থেকে। শারীরিক কিছু অস্বস্তি শামির এখনও আছে। তবে সময়মতোই ফিট হয় উঠতে পারবেন বলে আশাবাদী তিনি।“আমার পুনবার্সন প্রক্রিয়া ঠিক পথেই আছে এবং জাতীয় ক্রিকেট একাডেমির মেডিকেল বিশেষজ্ঞরা আমার অগ্রগতি নিয়ে সন্তুষ্ট। অ্যাঙ্কেলে কিছুটা জড়তা এখনও আছে, তবে তাতে সমস্যা নেই। ট্রেনিং সেশন শুরু করেছি এবং ইংল্যান্ড সিরিজে ফিরতে পারব বলে আমার বিশ্বাস।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য