Sunday, September 8, 2024
বাড়িবিশ্ব সংবাদনিউ ইয়র্ক শহরের সেতু, টানেল অবরোধ ফিলিস্তিনপন্থি প্রতিবাদকারীদের

নিউ ইয়র্ক শহরের সেতু, টানেল অবরোধ ফিলিস্তিনপন্থি প্রতিবাদকারীদের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৯ জানুয়ারি: ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে তিন মাস ধরে চলা লড়াইয়ে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে নিউ ইয়র্ক শহরের সেতু ও টানেলগুলো অবরোধ করেছিল ফিলিস্তিনপন্থি প্রতিবাদকারীরা।সোমবার বহু প্রতিবাদকারী নিউ ইয়র্কের ইস্ট নদীর ওপরের ব্রুকলিন, ম্যানহ্যাটন ও উইলিয়ামসবার্গ সেতুমুখি সড়কের ওপর বসে পড়ে যুদ্ধবিরতির দাবিতে শ্লোগান দিতে থাকে। ফলে এসব সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়।   তারা হাডসন নদীর তলদেশ দিয়ে যাওয়া হল্যান্ড টানেলমুখি সড়কগুলোতে বসে পড়ে শ্লোগান দেয়। এতে নিউ ইয়র্ক শহরের সঙ্গে নিউ জার্সির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।হল্যান্ড টানেল পরিচালনার দায়িত্বে থাকা নিউ ইয়র্ক ও নিউ জার্সি বন্দর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘পুলিশের তৎপরতার কারণে’ টানেলের নিউ জার্সিমুখি লেনগুলো বন্ধ রাখা হয়।সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যায়, প্রতিবাদকারীরা ‘এনওয়াইপিডি, কেকেকে, আইডিএফ- তারা সবাই একই’।

তারা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি), কু ক্লাক্স ক্ল্যান (কেকেকে) ও ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এর উল্লেখ করে এ শ্লোগান দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে।   হল্যান্ড টানেলের মুখে বসে থাকা প্রতিবাদকারীরা ব্যানারও বহন করে। সেগুলোতে লেখা ছিল, ‘গাজার অবরোধ তুলে নাও’, ‘এখনই যুদ্ধবিরতি চাই’ এবং ‘দখলদারিত্ব শেষ হোক’।  জুইশ (ইহুদি) ভয়েস ফর পিস, ফিলিস্তিন ইয়থ মুভমেন্ট ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট অব আমেরিকার নিউ ইয়র্ক চ্যাপ্টার আরও কয়েকটি গোষ্ঠীর সঙ্গে মিলে এসব প্রতিবাদের আয়োজন করে।হামাস শাসিত ফিলিস্তিনি ছিটমহল গাজায় তিন মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য