Tuesday, October 22, 2024
বাড়িখেলা‘ক্যারিয়ারজুড়েই’ মানসিক অবসাদের সঙ্গে লড়েছেন অঁরি

‘ক্যারিয়ারজুড়েই’ মানসিক অবসাদের সঙ্গে লড়েছেন অঁরি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৯ ডিসেম্বর: পেশাদার জগতে দীর্ঘ ২০ বছরের খেলোয়াড়ি ক্যারিয়ার ছিল তার। ১৯৯৪ সালে মোনাকো থেকে শুরু করে ইউভেন্তুস হয়ে, আর্সেনাল রাঙিয়ে তিনি খেলেছেন বার্সেলোনায়। পরে ক্যারিয়ার শেষ করেছেন নিউ ইয়র্ক রেড বুলসে। ব্যক্তিগত অনেক অর্জনে যেমন সমৃদ্ধ করেছেন নিজেকে, তেমনি ধরা দিয়েছে অসাধারণ সব দলীয় অর্জনও। আর্সেনালে তিনি ছিলেন ‘গোল মেশিন।’ ২২৮ গোল করে ইংলিশ ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জিতেছেন দুইবার করে। পরে বার্সেলোনার হয়ে জিতেছেন দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ। ফ্রান্সের হয়ে জিতেছেন বিশ্বকাপ, ইউরো ও কনফেডারেশনস কাপ।এমন আলো ঝলমলে ক্যারিয়ারের পুরোটা সময় নিজের ভেতরের আঁধারের সঙ্গে তাকে লড়তে হয়েছে, অঁরি বলেছেন ‘ডায়েরি অফ আ সিইও’ পডকাস্টে। 

“আমার ক্যারিয়ারজুড়েই, যখন থেকে জন্মেছি, নিশ্চয়ই মানসিক অবসাদে ভুগেছি আমি। আমি কি সেটা জানতাম? নাহ! সেটা নিয়ে আমি কি কিছু করেছি? নাহ… । তবে কোনো একটা উপায়ে আমি মানিয়ে নিয়েছি।” ২০১৪ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০১৬ সালে কোচিংয়ে নাম লেখান অঁরি। বেলজিয়াম জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি দুই বছর। এরপর মোনাকো, কানাডার ক্লাব মন্ট্রিয়লের কোচের দায়িত্ব পালন করে আবার বেলজিয়ামের সহকারী কোচ হয়ে এখন ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের কোচ তিনি। মন্ট্রিয়লের দায়িত্বে থাকার সময় কোভিড মহামারির দিনগুলির বিভীষিকার কথাও বলেছেন তিনি। “মন্ট্রিয়লে আইসোলেশনে ছিলাম আমি। এক বছর ধরে সন্তানদের দেখতে না পারাটা ছিল খুবই কঠিন। একাকি অশ্রু ঝরেছে… জানি না কেন, হয়তো এসব দীর্ঘ সময় ধরেই ছিল সেখানে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য