Saturday, January 18, 2025
বাড়িখেলাবিরাট কোহলির প্রিয় ক্রিকেটার কে ?

বিরাট কোহলির প্রিয় ক্রিকেটার কে ?

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : কোটি কোটি সমর্থকের প্রিয় ক্রিকেটারের নাম হয়তো বিরাট কোহলি। কিন্তু তাঁর প্রিয় ক্রিকেটার কে? বিরাট নিজেরই একটি সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন তাঁর প্রিয় খেলোয়াড়ের নাম। তবে মহেন্দ্র সিংহ ধোনির নাম নেননি তিনি। অন্য এক প্রাক্তন ক্রিকেটারের নাম নেন বিরাট। তাঁর সঙ্গে খেলেওছেন তিনি।বিশ্বকাপ ফাইনালের পর থেকে মাঠে নামেননি বিরাট। তাঁকে আবার খেলতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে। সেই ম্যাচে খেলতে নামার আগে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিরাট। সেই সাক্ষাৎকারে বিরাট বলেন, “বিশ্ব ক্রিকেটে আমার সব থেকে পছন্দের ক্রিকেটার সচিন তেন্ডুলকর। আমার প্রিয় ক্রিকেটারের তালিকায় সব সময় শীর্ষে থাকবে ওঁর নাম। ভারতের হয়ে ২৪ বছর ক্রিকেট খেলেছিলেন সচিন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান করেছিলেন তিনি । টেস্ট এবং এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি রানের রেকর্ড এখনও সচিনের দখলে। এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি রান করার তালিকায় বিরাট তিন নম্বরে । সচিন করেছিলেন ১৮,৪২৬ রান। বিরাট এখনও পর্যন্ত করেছেন ১৩,৮৪৮ রান। সচিনের থেকে এখনও ৪৫৭৮ রান পিছিয়ে বিরাট । তবে এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি শতরানের মালিক এখন বিরাট। সচিনের ৪৯টি শতরানের রেকর্ড ভেঙে বিরাট ৫০টি শতরান করে ফেলেছেন এক দিনের ক্রিকেটে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য