স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ ডিসেম্বর: লা লিগায় রোববার বাংলাদেশ সময় রাত ২টায় বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ৩১ করে পয়েন্ট নিয়ে টেবিলে আতলেতিকো তৃতীয় এবং বার্সেলোনা চতুর্থ স্থানে রয়েছে।গত গ্রীষ্মে আতলেতিকো থেকে ধারে বার্সেলোনায় যোগ দেন ফেলিক্স। ২৪ বছর বয়সী এই তরুণ এরই মধ্যে অর্জন করেছেন কোচ শাভির আস্থা।তবে সম্প্রতি আতলেতিকো ফরোয়ার্ড গ্রিজমান সমালোচনা করেন ফেলিক্সের; বলেন, ‘ধারাবাহিকতার অভাব’ থাকায় আতলেতিকোয় জায়গা পাকা করতে পারেননি এই পর্তুগিজ। আতলেতিকোতে থাকাকালীন চার বছরে ফেলিক্স ‘আরও ভালো করতে পারতেন’, এমন মন্তব্য করেন নিগেসও।
গ্রিজমান ও নিগেসের মন্তব্য নিয়ে শনিবার সংবাদ সম্মেলনে কথা বলেন শাভি। বার্সেলোনা কোচের বিশ্বাস, ওই সমালোচনায় বরং ফেলিক্স তার সাবেক ক্লাবের বিপক্ষে আরও ভালো খেলার তাড়না অনুভব করবে।“সাবেক সতীর্থদের মন্তব্য তাকে অনুপ্রাণিত করবে। নিজের পুরনো ক্লাবের বিপক্ষে খেলা বাড়তি অনুপ্রেরণা যোগ করে। সে অনুপ্রাণিত; বার্সেলোনাতে সুখী এবং ধারাবাহিকও আছে। দলের সঙ্গে যেভাবে সে মানিয়ে নিয়েছে এবং তার পারফরম্যান্সে আমি খুশি।”“আতলেতিকোতে তার সঙ্গে আমি ছিলাম না। এখানে আমি সুখী ফেলিক্সকে দেখছি। যে পরিশ্রমী, ডায়নানিক, ড্রেসিং রুমে সবার প্রিয় খেলোয়াড় এবং সবসময় মজা করে। দলের জন্য সে কঠোর পরিশ্রম করছে এবং গুরুত্বপূর্ণ গোল করছে। তাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই।”গত মঙ্গলবার এফসি পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে জালের দেখা পান ফেলিক্স; কাটান ১২ ম্যাচের গোলখরা। ওই ম্যাচের পর তিনি কাতালুনিয়ার দলটিতে সাচ্ছ্বন্দ্যবোধ করছেন বলেও জানান।