Thursday, January 23, 2025
বাড়িখেলার‌্যাঙ্কিংয়ে চূড়ার আরও কাছে কোহলি

র‌্যাঙ্কিংয়ে চূড়ার আরও কাছে কোহলি

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৩ নভেম্বর: আইসিসি বুধবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। সদ্য সমাপ্ত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দলের আরও অনেকেই র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন।দারুণ বিশ্বকাপ কাটানো রোহিত শার্মা, ড্যারেল মিচেলেরও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।দলের রানার্স-আপ হওয়ার পথে এক বিশ্বকাপে সর্বোচ্চ ৭৬৫ রান করেন কোহলি৷ র‌্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদের বিবেচিত সময়ের মধ্যে সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১১৭ রানের পর ফাইনালে তিনি খেলেন ৫৪ রানের ইনিংস।এই পারফরম্যান্সের সৌজন্যে এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন কোহলি। তার রেটিং পয়েন্ট এখন ৭৯১। স্বদেশি শুবমান গিল ৮২৬ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে৷ ২ পয়েন্ট কম বাবর আজমের।২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে টানা এক হাজার ২৫৮ দিন এক নম্বরে ছিলেন কোহলি। দুই বছর পর শীর্ষস্থান ফিরে পাওয়া থেকে এখন আর ৩৫ রেটিং দূরে আছেন তিনি৷

কোহলির মতোই এক ধাপ এগিয়েছেন রোহিত। ৭৬৯ রেটিং নিয়ে এখন চারে ভারতীয় অধিনায়ক। ভারতের দুই ব্যাটসম্যানকে জায়গা করে দিয়ে দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন কুইন্টন ডি কক।বিশ্বকাপে ৫৫২ রান করে পাঁচ ধাপ লাফিয়ে ছয় নম্বরে উঠেছেন নিউ জিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার মিচেল। সেমি-ফাইনালে ঝড়ো ৬২ ও ফাইনালে ১৩৭ রানের ইনিংস খেলা ট্রাভিস হেড ২৮ ধাপ লাফিয়ে এখন ১৫ নম্বরে অবস্থান করছেন।বোলারদের মধ্যে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন কেশভ মহারাজ। জশ হেইজেলউড চার ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন। মহারাজের (৭৪১) চেয়ে ৩৮ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন অস্ট্রেলিয়ার পেসার।বিশ্বকাপ জয়ী দলের অন্য দুই পেসারও এগিয়েছেন। ৮ ধাপ এগিয়ে মিচেল স্টার্ক ১২ ও প্যাট কামিন্স সাত ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন।অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তেমন পরিবর্তন নেই। এক নম্বরে আগের মতোই সাকিব আল হাসান৷ দুই ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছেন মেহেদী হাসান মিরাজ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য