Sunday, January 26, 2025
বাড়িখেলামারাকানার ‘কাণ্ড’ নিয়ে নেইমারের বার্তা

মারাকানার ‘কাণ্ড’ নিয়ে নেইমারের বার্তা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৩ নভেম্বর: রিও দে জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্দির দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে জিতে বিশ্বকাপের শিরোপাধারীরা।ওই ম্যাচেই কিক অফের আগে ব্রাজিলের জাতীয় সঙ্গীত চলার সময় স্ট্যান্ডে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল মারামারি। জাতীয় সঙ্গীত চলার সময় আর্জেন্টাইন সমর্থকেরা দুয়ো দিচ্ছিলেন বলে অভিযোগ। অবশ্য এমন অভিযোগও উঠেছে যে, পুলিশ আর্জেন্টাইন সমর্থকদের পিটিয়েছে লাঠি দিয়ে।ম্যাচের আগের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মতো নেইমারও দেখেছেন।

পরে এই ফরোয়ার্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন নিজের ভাবনায়। তার কণ্ঠেও ফুটে উঠেছে কিছুটা আতঙ্কের সুর।“ভালো, ক্লাসিক, উত্তাপময় এবং কঠিন লড়াই। ওই ম্যাচে খেললে আমি অনেক মার খেতাম, কিন্তু আমিও গোলমাল করতাম। সবকিছুই যেন পাগলাটে।”চোটের কারণে লাতিন ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথে খেলা হয়নি নেইমারের। ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠা আবহ সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট যেন একটু শান্ত করার চেষ্টা করলেন তিনি।“ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আমাদের বাড়িতে হল্লা তৈরি করে। আরে চলো, চলো! আবহটা উঞ্চ করতে কাউকে না কাউকে তো কিছু একটা করতে হবে!”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য