Sunday, March 16, 2025
বাড়িখেলাআগামীকাল বিশ্বকাপের শেষ অনুষ্ঠান, সেরা ক্রিকেটার নিয়ে উন্মাদনা তুঙ্গে ক্রীড়া প্রেমীদের মধ্যে

আগামীকাল বিশ্বকাপের শেষ অনুষ্ঠান, সেরা ক্রিকেটার নিয়ে উন্মাদনা তুঙ্গে ক্রীড়া প্রেমীদের মধ্যে

আমেদাবাদ, ১৮ নভেম্বর (হি.স.): আগামীকাল বিশ্বকাপের শেষ অনুষ্ঠান। শিরোপা নির্ধারনী ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এবার বিশ্বকাপ ঘিরে জমে উঠেছে ব্যক্তিগত শিরোপার লড়াই।

সেই লড়াইয়ে কে জিতল তা জানা যাবে আগামীকাল। কোন খেলোয়াড়কে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্টে’র পুরস্কার দেওয়া হবে তা জানতে আগ্রহী ক্রিকেটপ্রেমীরা। ব্যাটিংয়ে বিরাট কোহলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে কাউকে দেখা যাচ্ছে না। আর বোলিংয়ে অজি বোলারকে টপকে আপাতত বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মহম্মদ শামি।

আসুন জেনে নেওয়া যাক, ভারত ও অস্ট্রেলিয়ার যে ৩ জন খেলোয়াড় বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের লড়াইয়ে আছেন। এরমধ্যে ভারতীয় তারকা বিরাট কোহলি এই পুরস্কার প্রায় নিশ্চিত। কোহলি গত তিনটি বিশ্বকাপে ৫০০ রানের গণ্ডি টপকাতে ব্যর্থ হন। এই বিশ্বকাপে ৭০০ রান করে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। এবার বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান হয়েছেন কোহলি। তিনি ১০ ম্যাচে ৭১১ রান করেছেন। ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি করেছেন। এখনো ফাইনাল ম্যাচ বাকি। আর এবারের বিশ্বকাপে একটি উইকেটও নিয়েছেন তিনি। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের দৌড়ে তিনিই এগিয়ে রয়েছেন বলা যায়।

ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ শামি চলতি বিশ্বকাপের ৬টি ইনিংসে ২৩টি উইকেট নিয়েছেন। প্রতি ইনিংসে প্রায় ৪ উইকেট নিচ্ছেন তিনি। তিনটি ম্যাচে পাঁচটি করে উইকেট নিয়েছেন। তাছাড়া এই ডান হাতি পেসার শামি বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট নেওয়া বোলার হয়েছেন। এই বিশ্বকাপের ফাইনালে তিনি একটি উইকেট পেলেই ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া সেরা ৫ বোলারদের তালিকায় অন্তর্ভুক্ত হবেন। অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা এবার বিশ্বকাপে শুরুটা ভালো করতে পারেননি। প্রথম দুই ম্যাচে তার ছিল মাত্র একটি উইকেট। কিন্তু পরে তিনি ৯ ইনিংসে ২২ উইকেট নিয়েছেন। সুতরাং বোলিংয়ে ম্যান অফ দা টুর্নামেন্ট হওয়ার লড়াইয়ে এই দুজনই রয়েছেন। তাদের মধ্যে উইকেটের ব্যবধান মাত্র একটি। এক্ষেত্রে এগিয়ে মোহাম্মদ শামি। ফাইনালেই ঠিক হবে বোলিংয়ে ম্যান অফ দা টুর্নামেন্ট।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য