মুম্বাই, ২৬ অক্টোবর (হি.স.): পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে ভারত। কিন্তু ভারতীয় শিবিরে হার্দিক পান্ডিয়াকে নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে,হার্দিক পান্ডিয়া লিগামেন্টে চোট পেয়েছেন। আর এই খবর ভারতীয় শিবিরে তো বটেই, টিম ইন্ডিয়ার ভক্তদের মনে চিন্তা বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। আর সেই কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেননি হার্দিক। তারপর বোর্ডের সূত্র মারফত শোনা গিয়েছিল, ইংল্যান্ড ম্যাচেও হয়তো খেলবেন না হার্দিক। আজ শোনা গেল লিগামেন্টে চোট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি আপাতত রয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। এই পরিস্থিতিতে কবে তিনি মাঠে ফিরবেন এই নিয়ে প্রশ্ন থাকছে।