Saturday, January 18, 2025
বাড়িখেলা‘এমন ম্যাচ লিগের জন্য লজ্জাজনক’, রেফারির সমালোচনা করে জাভি

‘এমন ম্যাচ লিগের জন্য লজ্জাজনক’, রেফারির সমালোচনা করে জাভি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, আগরতলা ,১৪ আগস্ট: লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে বার্সেলোনা। গত মৌসুমে ১৫তম হওয়া হেতাফের বিপক্ষে কোনো গোল করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে এর দায় প্রকারান্তরে রেফারির কাঁধেই দিয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। এ ধরনের রেফারিং শুধু একটি ম্যাচেরই নয়, পুরো লা লিগার জন্যই লজ্জাজনক বলে মনে করেন তিনি।হেতাফের কলিসিয়াম আলফনসো পেরেজ স্টেডিয়ামের গোলশূন্য ম্যাচটিতে দুই দলের মোট তিনজন লাল কার্ড দেখেন। এর মধ্যে রাফিনিয়ার লাল কার্ডে বার্সেলোনা ১০ জনের দলে পরিণত হয় ৪২ মিনিটে, আর হেতাফের হাইমে মাতা লাল কার্ড দেখেন ৫৭ মিনিটে। ৭০ মিনিটে রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে ডাগআউট ছেড়ে যেতে হয় জাভিকেই। ম্যাচজুড়ে নেওয়া রেফারি সিজার সোতোর বিভিন্ন সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ জাভি। তাঁর মতে, এ ধরনের ম্যাচ পুরো লিগের জন্য নেতিবাচক ফল বয়ে আনে, ‘মানুষ যে ফুটবল দেখতে চায় না, এটা স্বাভাবিকই। কারণ, এটাকে কোনোমতে একটা ম্যাচ বলা যায়। এই এটাই যদি হয় আমাদের লিগের পণ্য, যেটা আমরা বিক্রি করে থাকি, তবে সেটা লজ্জাজনক। পুরোপুরি লজ্জাজনক। সবাই দেখেছে কী ঘটেছে। বলতেই হচ্ছে, আমাদের চুপ থাকা উচিত নয়।’

রাফিনিয়াকে লাল কার্ড দেখানো হয় হেতাফের গাস্তন আলভারেজকে কনুই মারার জন্য। এর ৫ মিনিট আগে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান। জাভির দাবি, রাফিনিয়ার কনুই মারার ঘটনা এর আগের কয়েকটি অসন্তোষের যোগফল, ‘রাফিনিয়ার ব্যাপারটা কয়েকটি ঘটনার চূড়ান্ত অবস্থা। ম্যাচ অফিশিয়ালসরা ওদের (হেতাফে) অনেক কিছুই ছাড় দিয়েছেন, কিন্তু আমাদের দেননি। তাঁরা সময় নষ্ট করেছেন, খেলা থামিয়েছেন। এটা তাঁদেরই খেলা ছিল। এখানে রেফারিদের নির্দিষ্ট দায়িত্ব ছিল। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা বেশি হয়ে গেছে। আমরা মাথা গরম করেছি, রাফিনিয়া একটা ভুল করেছে। কারণ, এর (আগ দিয়ে) অনেক কিছুই ঘটেছে।’ম্যাচের শেষ দিকে বার্সেলোনা পেনাল্টি পায় কি না, ভিএআরে এটা দেখতে গিয়ে গাভির হ্যান্ডবল হয়েছে বলে সিদ্ধান্ত দেন রেফারি। জাভির দাবি, লিগ শুরুর আগে হ্যান্ডবল সম্পর্কে কোচদের যে ধারণা দেওয়া হয়েছে, এটি তার বিপরীত, ‘আমি এখানে হ্যান্ডবল দেখি না। যদি পরিষ্কার হ্যান্ডবল না হয়, তাহলে রেফারির বাঁশি বাজবে না। এ সপ্তাহে রেফারিদের সঙ্গে কোচদের বৈঠকে আমাদের এমনটাই জানানো হয়েছে। অথচ তাঁরা গাভির বিপক্ষে হ্যান্ডবল দিলেন। আমি তো বলব, তাঁরা হ্যান্ডবল আবিষ্কার করেছেন। আর এটাই ঘটেছে।’

তবে ম্যাচের রেফারিং নিয়ে জাভি যা বলেছেন, তার সঙ্গে একমত নন হেতাফে কোচ হোসে বোরদালাস। বার্সেলোনা কোচের অবস্থানকে পয়েন্ট হারানোর বেদনায় সান্ত্বনা খোঁজার চেষ্টা বলে অভিহিত করেছেন তিনি, ‘আমি তো মনে করি না জাভির এসব কথা লিগের পক্ষে যায়। যে দল তাঁর আছে, সেটা নিয়েও জিততে না পারায় অজুহাতের মতো করে এসব মন্তব্য করেছে সে।’রেফারি হেতাফের বিষয়ে সহনশীল ছিলেন বলে জাভি যে অভিযোগ করেছেন, সেটিও উড়িয়ে দেন বোরদালাস, ‘রেফারিদের দায়ী করার বিষয়ে আমি একমত নই। তারা আমাদের সুবিধাও দেয়নি। আমরাই তো বেশি কার্ড দেখেছি, ম্যাচের সবচেয়ে আক্রমণাত্মক ঘটনাটিও আমাদের বিপক্ষেই ঘটেছে। প্রতিপক্ষ হিসেবে আমরা যা খেলেছি, তাতে পয়েন্ট হারানোরই অজুহাত এসব। যেটা আসলে অসম্মানজনক।’
বার্সেলোনা তাদের পরের ম্যাচটি খেলবে ২০ আগস্ট কাদিজের বিপক্ষে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য