Monday, January 20, 2025
বাড়িখেলা৩ ম্যাচের নিষেধাজ্ঞায় মার্সেলো

৩ ম্যাচের নিষেধাজ্ঞায় মার্সেলো

স্যন্দন ডিজিটেল ডেস্ক, আগরতলা ,১১ আগস্ট: আর্থিক শাস্তিও হয়েছে মার্সেলোর। কনমেবল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে তাকে।দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবের্তাদোরেসের ম্যাচে গত মঙ্গলবার মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার আর্জেন্টিনোস জুনিয়র্স। ৫৫তম মিনিটে মার্সেলোর পায়ে লেগে বাজেভাবে চোট পান আর্জেন্টিনোসের সানচেস।

তখনই মাঠে পড়ে কাতরাতে থাকেন ২৯ বছর বয়সী ডিফেন্ডার। সানচেসের পায়ের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়েন মার্সেলো।এরপর ভিএআর দেখে মার্সেলোকে লাল কার্ড দেখান রেফারি। সানচেসের চোট দেখেআর্জেন্টিনোসের ক্লাব ডাক্তার বলেছিলেন যে, এমন ঘটনা তিনি ‘আগে কখনও দেখেননি।’শেষ ষোলোর প্রথম লেগের ঘটনাবহুল ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।মার্সেলো এরই মধ্যে এক ম্যাচের নিষেধাজ্ঞা পার করেছেন। সাবেক রেয়াল মাদ্রিদ ফুটবলারকে ছাড়া কোপা লিবের্তাদোরেসের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-০ গোলে জেতে ফ্লুমিনেন্স।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য