Sunday, January 26, 2025
বাড়িখেলালিগস কাপের সাফল্যে পিছিয়ে গেল মেসির এমএলএস অভিষেক

লিগস কাপের সাফল্যে পিছিয়ে গেল মেসির এমএলএস অভিষেক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : লিগস কাপে টানা চার ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে মেসির মায়ামি। সেখানে নিজেদের মাঠ ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার ভোরে) তাদের প্রতিপক্ষ শার্লট এফসি। এই ম্যাচের জয়ী দল আগামী ১৯ অগাস্ট খেলবে লিগস কাপের ফাইনালে কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।এমএলএসের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এই শার্লট এফসির বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়েই আগামী ২০ অগাস্ট ইন্টার মায়ামির মৌসুম শুরু হওয়ার কথা। দুই দলের কোনো একটি যেহেতু ১৯ অগাস্ট লিগস কাপে খেলবে, তাই এমএলএসের ম্যাচটি পিছিয়ে দিতে হচ্ছে অবধারিতভাবেই।এমএলএস কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, ইন্টার মায়ামির মৌসুম শুরু হতে পারে এখন ২৬ অগাস্ট, নিউ ইয়র্ক রেড বুলসের মাঠে।লিগস কাপ হয়ে থাকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাবগুলি নিয়ে। এবার ৪৭ দলের এই আসরে মূলত মেসির নৈপুণ্যেই কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নেমে তিনি ফ্রি কিক থেকে জয়সূচক গোল করেন একদম শেষ বাঁশি বাজার একটু আগে। পরের তিন ম্যাচেই করেন দুটি করে গোল।এমএলএসের আগে ইউএস ওপেন কাপ ফুটবলে অভিষেক হয়ে যাবে মেসির। যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো ফুটবল টুর্নামেন্ট এটি। ১৯১৩-১৪ মৌসুম থেকে চলে আসা নক আউট এই টুর্নামেন্টে এবার অংশ নিয়েছে ৯৯টি দল। প্রতিযোগিতার সেমি-ফাইনালে আগামী ২৩ অগাস্ট এফসি সিনসিনাটির বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য