Saturday, September 30, 2023
বাড়িখেলা‘অনাকাঙ্খিত’ রেকর্ড থেকে মুক্তির অপেক্ষা বাড়ল আর্জেন্টিনার মেয়েদের

‘অনাকাঙ্খিত’ রেকর্ড থেকে মুক্তির অপেক্ষা বাড়ল আর্জেন্টিনার মেয়েদের

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৪ জুলাই: আছে সম্ভাবনা, আছে ঝুঁকিও।এবারের আগে তিনবার ফিফা নারী বিশ্বকাপে অংশ নিয়েছে আর্জেন্টিনা। জয় নেই একটিও। বিব্রতকর এই রেকর্ডে মেক্সিকোও আছে আর্জেন্টিনার সঙ্গে। তবে এবারের আসরে মেক্সিকো খেলছে না। আর্জেন্টিনার সামনে প্রথম জয় তুলে অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে বের হওয়ার সুযোগ যেমন আছে, তেমনি এবারও জয় না পেলেও রেকর্ডটা এককভাবে নিজেদের নামের পাশে বসে যাওয়ার ঝুঁকিও আছে। প্রথম ম্যাচের পর আপাতত ঝুঁকির দিকেই হেলেছে আর্জেন্টিনা নারী দল। বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ১-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। ৮৬ মিনিটে ইতালির হয়ে জয়সূচক গোল করেন ক্রিস্টিনা গিরেল্লি।বিশ্বকাপে প্রথমবার জয়ের স্বাদ পেতে এখনো দুটি সুযোগ আছে আর্জেন্টিনার। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকাকে ২-১ গোলে হারিয়েছে সুইডেন।আজ অকল্যান্ডের ইডেন পার্কে আর্জেন্টিনা-ইতালি ম্যাচে ফেবারিট ছিল ইউরোপীয় দলটিই। আর্জেন্টিনার মতো ইতালিও চতুর্থবার বিশ্বকাপ খেলতে এসেছে। ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে থাকা ইতালিকে ‘জি’ গ্রুপের শীর্ষ দুই দলের একটি ধরা হচ্ছে। তবে আর্জেন্টাইনদের বিপক্ষে গোল পেতে হিমশিম খেতে হয়েছে তাদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য