Tuesday, January 14, 2025
বাড়িখেলামস্তিস্কে রক্তক্ষরণ, হাসপাতালে কিংবদন্তি গোলকিপার ফন ডর সার

মস্তিস্কে রক্তক্ষরণ, হাসপাতালে কিংবদন্তি গোলকিপার ফন ডর সার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৮ জুলাই: ক্রোয়েশিয়ায় পরিবারসহ ছুটি কাটাচ্ছিলেন ফন ডার সার। আয়াক্স শুক্রবার বিবৃতিতে জানায় আইসিইউতে নেওয়া হয়েছে ৫২ বছর বয়সী সাবেক এই গোলকিপারকে।“এডউইন ফন ডার সারের মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে। আপাতত তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল। আরও সুনির্দিষ্ট তথ্য পেলে তা জানানো হবে। আয়াক্সে সবাই এডউইনের দ্রুত সুস্থতা কামনা করছে।”১৯৯০ সালে আয়াক্সের হয়েই পেশাদার ফুটবলার হিসেবে পথচলা শুরু ফন ডার সারের। ৯ বছর এই ক্লাবে কাটিয়ে ২ বছর ইউভেন্তুস ও ৪ বছর ফুলহ্যামে খেলেন তিনি। এরপর প্রায় ৩৫ বছর বয়সে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এখানেও ৬ বছরে কাটান বর্ণাঢ্য সময়।আয়াক্স ও ইউনাইটেড, দুই ক্লাবের হয়েই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। ক্লাব ফুটবলে পেয়েছেন আরও অনেক দলীয় ও ব্যক্তিগত সাফল্য। নেদারল্যান্ডস জাতীয় দলে খেলেছেন ১৩০টি ম্যাচ, দেশটির হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। নেতৃত্বও দিয়েছেন দেশকে।সবশেষ তিনি আয়াক্সের স্পোর্টি ডিরেক্টর ছিলেন। তবে গত মৌসুমে ডাচ লিগে ক্লাবটি তৃতীয় হয়ে ২০০৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার লড়াই থেকে ছিটকে যাওয়ার পর পদত্যাগ করেন তিনি।তার স্ত্রীও ২০০৯ সালে একইভাবে স্ট্রোক করেছিলেন। পরে তিনি পুরো সুস্থ হয়ে ওঠেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য