Sunday, January 26, 2025
বাড়িখেলানেইমারের বার্সায় ফেরা আটকে আছে যেখানে

নেইমারের বার্সায় ফেরা আটকে আছে যেখানে

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩ জুলাই: পিএসজির এমএনএম ত্রয়ী ভেঙে গেছে লিওনেল মেসি প্যারিস ছেড়ে ইন্টার মায়ামিতে যাওয়ায়। শুধু ভাঙা নয়, এখন যে খবর আসছে, এমএনএম ত্রয়ীর একজনও হয়তো পিএসজিতে থাকবেন না!মেসি চলে গেছেন ইন্টার মায়ামিতে। কিলিয়ান এমবাপ্পে জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমে শেষ হতে চলা চুক্তি আর নবায়ন করবেন না। নেইমারও যে প্যারিসে আর থাকতে চাইছেন না, সেই গুঞ্জন আগেই শুরু হয়েছিল। তিনি নাকি আবার বার্সেলোনায় ফিরতে চান। এবার বিইন স্পোর্টস খবর দিয়েছে, নেইমারের দলবদল নিয়ে প্রায় সমঝোতায় পৌঁছে গেছে পিএসজি-বার্সা। শুধু একটি বিষয়ে মীমাংসা হওয়া বাকি আছে।২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে নাম লিখিয়েছিলেন নেইমার। এরপর ছয় মৌসুম কেটে গেলেও প্যারিসের ক্লাবটির প্রত্যাশা মেটাতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। নেইমার নিজেও হয়তো প্যারিসে তাঁর এই অধ্যায়টা নিয়ে সন্তুষ্ট নন। পিএসজির হয়ে ৫টি লিগসহ মোট ১৩টি ঘরোয়া ট্রফি জিতেছেন নেইমার। কিন্তু প্যারিসের ক্লাবটির কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিতে পারেননি।সব মিলিয়ে নেইমারকে আর রাখতে চায় না পিএসজি—এমন খবর বেশ কিছুদিন আগেই দিয়েছিল ফ্রান্সের পত্রিকা লেকিপ। লেকিপের এই খবরের পর নেইমারকে পেতে আগ্রহ দেখায় বেশ কয়েকটি ক্লাব। এর মধ্যে ছিল সৌদি আরবের ক্লাবও। কিন্তু নেইমার বার্সেলোনায় ফেরার আগ্রহ দেখান।নেইমারের বার্সায় ফেরার আগ্রহের কথা শুনে দলটির কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, ‘আমি নেইমারকে একজন মানুষ, একজন খেলোয়াড় আর বন্ধু হিসেবে প্রশংসাই করব। সে অসাধারণ এক খেলোয়াড়।’আর এখন কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিইন স্পোর্টস খবর দিয়েছে, বেতন বাদে নেইমারকে ফেরানোর ব্যাপারে পিএসজির সঙ্গে সব ব্যাপারেই সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। মেসিকে ফেরানোর ব্যাপারেও এই একটি জায়গাতেই আটকে গিয়েছিল ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য