Saturday, February 15, 2025
বাড়িখেলামেসি-বুসকেতসরা মায়ামিতে ‘ছুটি কাটাতে যাচ্ছেন না’

মেসি-বুসকেতসরা মায়ামিতে ‘ছুটি কাটাতে যাচ্ছেন না’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০জুন: বছর দশেক আগে বার্সেলোনায় মেসি ও বুসকেতসকে কোচিং করিয়েছেন মার্তিনো। পরে আর্জেন্টিনা জাতীয় দলেও মেসির কোচ ছিলেন এই আর্জেন্টাইন। তাদের আবার দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফুটবলে। পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন মেসি, বার্সেলোনা থেকে বুসকেতস। এরপর দলটি কোচ হিসেবে নিয়োগ দেয় মার্তিনোকে। নতুন ক্লাবে প্রথম সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার মার্তিনো পরিষ্কার জানিয়ে দেন, সাফল্য ক্ষুধা নিয়েই নতুন অভিযানে আসছেন মেসিরা। “আমরা যখন লিওর (মেসি) সঙ্গে কথা বলেছিলাম, গতকাল আমি কথা বললাম সের্হিওর সঙ্গেও… আমরা আলোচনা করেছি সাফল্য পাওয়া নিয়ে, লড়াই করা এবং প্রবল প্রতিদ্বন্দ্বিতা নিয়ে।” “ব্যক্তিগতভাবে আমরা অনেকেই এমনটি ভেবে থাকি… যুক্তরাষ্ট্র, মায়ামি, ছুটি কাটানো, এসবকে আমরা একসঙ্গে মিলিয়ে থাকি। তবে এখানে ব্যাপারটি এরকম নয়। আমরা লড়াই করতে চাই। তারা এমন ফুটবলার নয় যে এখানে এসে লড়াই করতে চাইবে না।” 

মার্তিনো জানালেন, তার নিয়োগের ঘোষণা এখন এলেও তার সঙ্গে আলোচনা চলছিল এবং অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল মেসি-বুসকেতসদের দলে নেওয়ার বেশ আগে থেকেই। মেসি-বুসকেসদের জন্য এই অভিজ্ঞতা নতুন হলেও যুক্তরাষ্ট্রের ফুটবলে আগেও বিচরণ করে গেছেন মার্তিনো। আটলান্টা ইউনাইটেডকে মেজর লিগ সকারের প্রথম শিরোপা এনে দিয়েছিলেন তিনি ২০১৮ সালে। লিগের বর্ষসেরা কোচের স্বীকৃতিও জিতেছিলেন। মেসি-বুসকেতসদের আগমণের খবরে স্বাভাবিকভাবেই সাড়া পড়েছে যুক্তরাষ্ট্রের ফুটবলে। মেজর লিগ সকার নিয়ে আলোচনাও পেয়েছে নতুন জোয়ার। মার্তিনোর আশা, এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে যুক্তরাষ্ট্র। “আমি জানতে পেরেছি যে, এনএফএল ও এনবিএ তারকারা এসব নিয়ে কথা বলছে, এখানে যা বিরল। আমি বিশ্বাস করি, মেজর লিগ সকার ক্রমবিকাশের পথে আছে নিত্যই এবং যুক্তরাষ্ট্রের দারুণ সব ফুটবলার ইউরোপের দলগুলিতে, ভালো দলগুলিতে খেলছে নিয়মিত। প্রক্রিয়া তাই চলছে।” “এখন বিশ্বের সেরা ফুটবলার যখন এখানে খেলার সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই তা এই লিগের উন্নতির ছবিটা আরও উজ্জ্বল করবে। এই ধরনের সুযোগ হাতছাড়া করার মতো দেশ যুক্তরাষ্ট্র নয়।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য