পানিপথ, ৯ জানুয়ারি (হি.স) : অলিম্পিকের ময়দানে বর্শার ফলকে সোনা গেঁথেছিলেন নীরজ চোপড়া। নিমেষে জিতে নিয়েছিলেন লক্ষ লক্ষ দেশবাসীর হৃদয়। জ্যাভলিন থ্রোয়ের ইতিহাসে নীরজ চোপড়ার নাম চিরদিন সোনার অক্ষরে লেখা থাকবে। ভারত মায়ের সেই ‘সোনার ছেলে’কে এবার সম্মান জানাল ভারতীয় ডাকবিভাগ। নীরজের গ্রামে বসানো হল সোনার লেটার বক্স।
পানিপথের খান্দ্রা গ্রামের নাম আগে কেউ খবর জানত না। কিন্তু গতবছর অলিম্পিকের দুয়ারে নীরজের সাফল্যের পর এখন সকলেই এক বাক্যে চেনে সেই অখ্যাত গ্রামকে। সেই গ্রামেই নীরজের সোনা জয়ের স্মৃতিতে একটি সোনার লেটার বক্স বসানো হয়েছে ভারতীয় ডাকবিভাগের তরফে। তাতে খোদাই করে লেখা আছে “টোকিও অলিম্পিক ২০২০তে জ্যাভলিন থ্রো-তে সোনাজয়ী নীরজ চোপড়ার সম্মানে”।