Wednesday, January 15, 2025
বাড়িখেলামাল্টাকে উড়িয়ে ইংল্যান্ডের তিনে তিন

মাল্টাকে উড়িয়ে ইংল্যান্ডের তিনে তিন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ জুন: প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে ইংল্যান্ড। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর সফরকারীদের হয়ে একবার করে জালের দেখা পান ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, হ্যারি কেইন ও ক্যালাম উইলসন।ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৭২ নম্বর মাল্টাকে শুরু থেকে চেপে ধরে পাঁচে থাকা ইংল্যান্ড। সাফল্যও মেলে দ্রুতই। অষ্টম মিনিটে প্রতিপক্ষের উপহার পেয়ে এগিয়ে যায় সফরকারীরা। বুয়াকো সাকার ক্রস ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালে পাঠান মাল্টার ডিফেন্ডার ফের্দিনান্দো।২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেকজান্ডার-আর্নল্ড। বক্সের বাইরে আলগা বল পেয়ে ২৫ গজ দূর থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন লিভারপুল ডিফেন্ডার।চার মিনিট পরই সফল স্পট-কিকে স্কোরলাইন ৩-০ করেন কেইন। তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল ইংল্যান্ড।বিরতির আগে ব্যবধান আরও বাড়তে পারত। সাকার নিচু শট ঝাঁপিয়ে ঠেকান স্বাগতিক গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করতে থাকে ইংল্যান্ড। আরেকটি গোল অবশ্য মিলছিল না। ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে চতুর্থ গোলটি করেন দ্বিতীয়ার্ধে কেইনের বদলি নামা উইলসন। প্রতিপক্ষের হ্যান্ডবলের জন্য পেনাল্টিটি পেয়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।ম্যাচে ইংল্যান্ডের একক আধিপত্যের প্রমাণ মেলে পরিসংখ্যানেও। গোলের জন্য ১৬টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে মাল্টা কোনো শটই নিতে পারেনি।৩ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড।একই সময়ে হওয়া গ্রুপের আরেক ম্যাচে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে প্রথমার্ধে দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জিতেছে ইউক্রেইন।২ ম্যাচে সমান ৩ পয়েন্ট করে নিয়ে ইউক্রেইন দুইয়ে, ইতালি তিনে ও নর্থ মেসিডোনিয়া চারে আছে। তিন ম্যাচেই হারা মাল্টা আছে তলানিতে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য