Wednesday, January 22, 2025
বাড়িখেলাভারতীয় দলকে ম্যাচ ফির ১০০ ভাগই জরিমানা করল আইসিসি

ভারতীয় দলকে ম্যাচ ফির ১০০ ভাগই জরিমানা করল আইসিসি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ জুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মন্থর বোলিংয়ের দায়ে ভারত ও অস্ট্রেলিয়াকে জরিমানা করেছে আইসিসি। ভারতকে দিতে হবে দলগত ম্যাচ ফির পুরোটাই। আর অস্ট্রেলিয়ার জরিমানা ম্যাচ ফির ৮০ ভাগ।শুধু দল হিসেবে ভারতই নয়, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের কারণে ওপেনার শুবমান গিলকে তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তি এই শাস্তির কথা জানানো হয়।বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ভারত ও অস্ট্রেলিয়ার ওপর শাস্তির রায় দিয়েছেন। ভারত বরাদ্দকৃত সময়ের মধ্যে পাঁচ ওভার এবং অস্ট্রেলিয়া চার ওভার পিছিয়ে ছিল বলে জানায় আইসিসি।জরিমানা হয়েছে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা অস্ট্রেলিয়ারওরয়টার্স

নিয়ম অনুযায়ী স্লো–ওভার রেটে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হয়ে থাকে। এ ক্ষেত্রে ওভারের সংখ্যা বেশি হওয়ায় দুই দলের সাজার পরিমাণ বেড়েছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স, দুজনই রেফারির রায় মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।দলগত শাস্তির পাশাপাশি ভারতীয় ওপেনার গিলকেও জরিমানা করেছেন রেফারি। ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার ১৫ মিনিট পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আউট নিয়ে একটি পোস্ট দেন গিল। সেই পোস্টে ক্যামেরন গ্রিনের তাঁর ক্যাচ নেওয়ার ছবির সঙ্গে দুটি আতশি কাচের ইমোজি দেন তিনি।এ ঘটনায় গিলের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সম্পর্কিত ঘটনায় প্রকাশ্য সমালোচনা বা অযাচিত মন্তব্যে’র ধারায় শাস্তি দেওয়া হয়। লেভেল ওয়ান পর্যায়ের আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান পর্যায়ে অপরাধে ন্যুনতম শাস্তি হচ্ছে আনুষ্ঠানিক তিরস্কার, সর্বোচ্চ ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা এবং ১ বা দুটি ডিমেরিট পয়েন্ট। কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। দুটি সাসপেনশন পয়েন্টে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি–টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য