স্যন্দন ডিজিটেল ডেস্ক,৭ জুন: ওভালে বুধবার শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আইসিসির আয়োজনে ফাইনাল নিয়ে পর্যালোচনায় রবি শাস্ত্রী, ওয়াসিম আকরাম, পন্টিংয়ের মতো সাবেকরা কন্ডিশনের কারণে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়াকে।পন্টিং সঙ্গে যোগ করেছেন লম্বা সময় ধরে আইপিএল খেলার ক্লান্তি-শ্রান্তির কথাও। সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের মতে, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা অনেক বেশি তরতাজা থাকবেন ফাইনালের জন্য।তবে স্টার স্পোর্টসে আলোচনায় গাভাস্কার শোনালেন উল্টো মত।“প্রস্তুতির দিক থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, অস্ট্রেলিয়ানরা তো কিছুই করেননি! তারা কোনো ধরনের ক্রিকেটে একদমই খেলেনি। ভারতীয়রা তো অন্তত আইপিএলে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছে!”
“এখন কোনো ধরনের ক্রিকেট না খেলে তরতাজা হয়ে খেলতে নামা ভালো নাকি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে কিছুটা ক্লান্ত হয়ে মাঠে নামা বেশি ভালো? অনেক কিছু নিয়েই তাই ভাবার আছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার আছে। এই সপ্তাহেই ফুটে উঠবে, কোনটি বেশি ভালো।”অন্য অনেকে যেসব কারণে অস্ট্রেলিয়াকে ফেভারিট মানছেন, সেসব কারণকেও যৌক্তিক মনে করছেন না গাভাস্কার।“আমি ভারতকে এগিয়ে রাখব। কন্ডিশন অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবে, এই কথায় একমত নই আমি। অস্ট্রেলিয়ানরা বিশ্রাম পেয়েছে বলে এগিয়ে থাকবে, এটিও মনে করি না। বড় ম্যাচের প্রস্তুতির জন্য ম্যাচ খলা জরুরি। ভারতীয়রা তা করেছে। এমনকি যে একজন আইপিএলে ছিল না, সেই চেতেশ্বর পুজারা কাউন্টি খেলেছে এবং সেঞ্চুরির পর সেঞ্চুরি করেছে। ভারতীয়রাই তাই ভালো অবস্থানে।”গত বছর কাউন্টিতে অসাধারণ পারফরম্যান্সের পর এই মৌসুমেও সাসেক্সের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন পুজারা। কাউন্টিতে এবার প্রথম ৫ ম্যাচে করেছন ৩ সেঞ্চুরি ও ১ ফিফটি। সবশেষ ম্যাচে অবশ্য গ্ল্যামরগনের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছেন অস্ট্রেলিয়ারই পেসার মাইকেল নিসারের বলে।