Friday, January 17, 2025
বাড়িখেলাধোনির হাঁটুতে অস্ত্রোপচার, সেরে উঠতে সময় লাগবে

ধোনির হাঁটুতে অস্ত্রোপচার, সেরে উঠতে সময় লাগবে

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২ জুন: আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর কাল মুম্বাইয়ের একটি হাসপাতালে বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করান চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস জানিয়েছে, অস্ত্রোপচারের পর সুস্থ আছেন ভারতের সাবেক এই অধিনায়ক।গত সোমবার আইপিএলের ফাইনালে গুজরাট টাইটানসকে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে ধোনির চেন্নাই। সেদিনই আহমেদাবাদ থেকে মুম্বাইয়ে উড়াল দেন ধোনি। সেখানে অর্থোপেডিক সার্জন দিনশ পারদিওয়ালার পরামর্শ নিয়ে অস্ত্রোপচার করিয়েছেন চেন্নাই তারকা। দিনশ পারদিওয়ালা বিসিসিআইয়ের মেডিকেল প্যানেলে আছেন। তিনি এর আগে ঋষভ পন্তসহ ভারতের বেশ কিছু তারকা ক্রিকেটারের অস্ত্রোপচার করেছেন।ধোনির শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সংস্থা এএফপিকে চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন বলেন, ‘মুম্বাইয়ে ধোনির অস্ত্রোপচার হয়েছে। সে ভালো আছে। সেরে উঠতে সময় লাগবে।’ভারতের সংবাদ সংস্থা পিটিআই দাবি করেছে, ধোনি এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন। চেন্নাই সুপার কিংসের এক সূত্রের উদ্ধৃতিও প্রকাশ করা হয়েছে এ বিষয়ে, ‘তিনি (ধোনি) হাসপাতাল ছেড়ে রাঁচিতে ফিরেছেন। সেখানে নিজের বাড়িতে কিছুদিন বিশ্রাম নেবেন। এরপর পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হবে। আইপিএলের আগামী মৌসুমে খেলতে সেরে ওঠার জন্য হাতে পর্যাপ্ত সময় আছে।’ তবে ধোনির পুরোপুরি সুস্থ হতে কত দিন লাগবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

উইকেটকিপিংয়ে তেমন কোনো সমস্যা না দেখা গেলেও বাঁ হাঁটুতে চোটের কারণেই এবার আইপিএলে শেষের দিকে ব্যাটিং করেছেন ধোনি। ফাইনাল জয়ের পর জানিয়েছেন, খেলতে চান আরও এক মৌসুম। সম্ভবত সে কারণে আইপিএল শেষ করেই হাঁটুর অস্ত্রোপচার করালেন ভারতের সাবেক এই ক্রিকেটার। আইপিএল ফাইনাল শেষে ধোনি বলেছিলেন, ‘অবসর ঘোষণা করার জন্য এটাই সেরা সময়। সবচেয়ে সহজ হচ্ছে সবাইকে ধন্যবাদ দিয়ে অবসর নেওয়া। কিন্তু কঠিন কাজটা হচ্ছে আগামী ৯ মাস কঠোর পরিশ্রম করে আরেকটা মৌসুম খেলার চেষ্টা করা। যে ভালোবাসা আমি চেন্নাইয়ের সমর্থকদের কাছ থেকে পেয়েছি, আরও এক মৌসুম খেললে তাদের জন্য আমার পক্ষ থেকে একটা উপহার দেওয়া হবে।’চেন্নাইয়ের প্রধান নির্বাহীও জানিয়েছেন, আইপিএলের আগামী মৌসুমে ধোনির খেলা না-খেলা নির্ভর করছে তাঁর ওপরই, ‘সত্যি বলতে, আমরা এখনো এটা নিয়ে আলোচনা করিনি, ওই পর্যায়েই যাইনি। এটা একদমই ধোনির সিদ্ধান্ত।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য