স্যন্দন ডিজিটেল ডেস্ক,২ জুন: ইংল্যান্ডের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এফএ কাপের ফাইনালে শনিবার মুখোমুখি হবে ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি ও ইউনাইটেড। দুই দলই মাঠে নামবে মৌসুমে তাদের দ্বিতীয় ট্রফির আশায়। ইউনাইটেড গত ফেব্রুয়ারিতে জিতেছে লিগ কাপ। সিটি সম্প্রতি জিতেছে প্রিমিয়ার লিগের শিরোপা। এফএ কাপ জিতলে তাদের সামনে হাতছানি থাকবে ‘ট্রেবল’ জয়ের। আগামী ১০ জুন তারা খেলবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। এই অভিযানে সিটির বড় ভরসা হলান্ড। ইংলিশ ফুটবলে প্রথম মৌসুমেই ‘গোলমেশিন’ হয়ে উঠেছেন তিনি। এখনও পর্যন্ত ৫২ গোল করে নাম লিখিয়েছেন একগাদা রেকর্ডে। জিতে নিয়েছেন বেশ কিছু পুরস্কার। এফএ কাপের ফাইনালেও ইউনাইটেডের জন্য বড় হুমকি হতে পারেন তিনিই। হলান্ডের সামর্থ্য জানা আছে ভারানের। তবে দা টেলিগ্রাফকে তিনি বললেন, এই ফরোয়ার্ডকে নিয়ে আতঙ্কিত নন তারা।
“ভয়? প্রশ্নই আসে না… ভয় কেন থাকবে! হ্যাঁ, সে খুব ভালো ফুটবলার। আমরা সবাই জানি তা। তবে সিটির বিপক্ষে বিপদটা আসলে সব জায়গাতেই। তারা পরিপূর্ণ এক দল।” ভারানের মতে, মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনের সঙ্গে সংযোগই হলান্ডের শক্তির বড় উৎস। এবার প্রিমিয়ার লিগে ডে ব্রুইনে গোলে সহায়তা করেছেন ১৬টি, এর অর্ধেক গোলই করেছেন হলান্ড। মাঠে এই দুজনের যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হবে বলে জানিয়ে দিলেন ভারানে। “তারা সেট-প্লে থেকে গোল করতে পারে, বল দখলে রেখে করতে পারে এবং দ্রুত খেলার ধরন বদলেও গোল করতে পারে। বিশেষ করে ডে ব্রুইনের সঙ্গে হলান্ডের যে সংযোগ, ওই পাসগুলি ডিফেন্ডারদের জন্য ঠেকানো কঠিন। আমরা চেষ্টা করব ওই সংযোগ অকার্যকর করে দেওয়ার।” শক্তির গভীরতা ও সাম্প্রতিক ফর্মের বিচারে সিটি মাঠে নামবে ফেভারিট হিসেবে। তবে বিশ্বাসের মন্ত্রে জয়ের আশা করছেন ভারানে। “আমরা জানি যে ওদেরকে আমরা হারাতে পারি। তবে ৯০ মিনিট ধরে ধারাবাহিকতা থাকতে হবে আমাদের, কারণ কয়েক সেকেন্ডেই বদলে যেতে পারে সবকিছু। আমাদের ইতিবাচক থাকতে হবে। ভালোভাবেই এগিয়ে চলেছি আমরা। ফাইনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে বিশ্বাস রাখা।”