Sunday, January 19, 2025
বাড়িখেলারোনালদোকে কিনে ‘প্রতারিত’ হওয়ার খবর ভুয়া

রোনালদোকে কিনে ‘প্রতারিত’ হওয়ার খবর ভুয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২৮ এপ্রিল: মন্তব্যটি চমকে দেওয়ার মতো। সংবাদমাধ্যমে খবর হয়ে ওঠার পর যা রীতিমতো ঝড় তুলেছে। আল নাসর সভাপতি মুসাল্লি আল মুয়াম্মার নাকি বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে তিনি ‘প্রতারিত’ হয়েছেন। আর প্রতারণার কথা জানিয়েছেন এভাবে — ‘আমি জীবনে দুবার প্রতারিত হয়েছি। প্রথমবার যখন তিনটি কাবাবের অর্ডার দিয়ে পেয়েছিলাম দুটি। দ্বিতীয়বার প্রতারিত হয়েছি ক্রিস্টিয়ানো রোনালদোকে সই করিয়ে।’ ‘অ্যারাবিয়াননিউজ৫০’ এর সূত্রে খবরটি প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল দেসমার্ক’। ভ্যালেন্সিয়াকেন্দ্রীক ‘এল দেসমার্ক’ এর বরাত দিয়ে আল নাসর সভাপতির বিস্ফোরক এই মন্তব্য প্রকাশ করে স্পেনের জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম স্পোর্ত এবং মুন্দো দেপোর্তিভোও। বৃহস্পতিবার পর্যন্ত সংবাদটি ‘এল দেসমার্ক’ এর ওয়েবসাইটে দেখা গেলেও আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না। কিন্তু এর মধ্যে যা হওয়ার হয়ে গেছে।

অনেকে দুইয়ে দুইয়ে চারও মিলিয়ে নিয়েছেন। আল নাসরে সময়টা মোটেও ভালো যাচ্ছে না রোনালদোর। লোভনীয় পারিশ্রমিকে পর্তুগিজ তারকাকে এনে নিজেদের অবস্থার উন্নতি করতে চেয়েছিল সৌদি আরবের ক্লাবটি। কিন্তু ঘটেছে উল্টো। কাপ প্রতিযোগিতা থেকে তো ছিটকে পড়েছেই লিগ জয়ের আশাও নেই বললে চলে। বছরে ২১ কোটি ডলার পারিশ্রমিকের বিনিময়ে কাউকে এনে দলের এই অবস্থা হওয়ায় আল নাসর সভাপতির হয়তো ধৈর্যচ্যুতি ঘটেছে— এমন ভেবেছিলেন কেউ কেউ। তাই ক্লাবটির সভাপতি মুসাল্লি আল মুয়াম্মারের সেই মন্তব্যকে সত্য বলেও ভেবেছেন অনেকেই। কিন্তু পরে জানা গেল খবরটি ভুয়া। রোনালদোকে নিয়ে আল নাসর সভাপতি এমন কোনো মন্তব্যই করেননি। এমনকি ক্লাবটির পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে ‘অ্যারাবিয়ানিউজ৫০’ নামে ‘কোনো সৌদি অথবা স্থানীয় মিডিয়াও নেই।’

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, মুয়াম্মারের মন্তব্যটি চাউর হওয়ার পর এ নিয়ে টেলিফোনে আল নাসরের সঙ্গে যোগাযোগ করেছিল স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই। ক্লাবটির প্রেস উপদেষ্টা আল ওয়ালিদ আল মুহাইদাব সংবাদ সংস্থাটিকে বলেছেন, ‘অ্যারাবিয়ানিউজ৫০ নামে একটি পেজের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমে যে বিবৃতি ছাপা হয়েছে সেটি মিথ্যা। খবরটি সত্য নয়।’আল মুহাইদাব ইএফই-কে বলেছেন, আল নাসর সভাপতি মুসাল্লি আল মুয়াম্মার সাম্প্রতিক সময়ে কোনো সাক্ষাৎকার দেননি আর ওই নামে ‘কোনো সৌদি কিংবা স্থানীয় মিডিয়াও নেই।’ আল ওয়ালিদ আল মুহাইদাব বলেছেন, ‘কিছু মিডিয়া ওই কৌতুকটিকে সত্য বলে চালিয়ে দিয়েছে।’ আল নাসরের এই প্রেস উপদেষ্টা জানিয়েছেন, রোনালদো দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে সুখেই আছেন এবং ক্লাবেরও তাঁকে নিয়ে অতৃপ্তি নেই।

তবে অন্য একটি খবরে অনেকে নড়েচড়ে বসতে পারেন। সৌদি আরবের সংবাদমাধ্যম ‘সৌদি গেজেট’ গত ২৫ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, আল নাসর সভাপতি এবং ক্লাবটির বোর্ড পরিচালকদের চেয়ারম্যান মুসাল্লি আল মুয়াম্মার পদত্যাগ করেছেন। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপ শেষে রোনালদোকে সৌদি আরবে নিয়ে আসার বিষয়টি দেখভাল করেছেন মুসাল্লি আল মুয়াম্মার। কিন্তু বাজে মৌসুমের দায় নিয়ে সৌদির ক্রীড়া মন্ত্রণালয়ে তাঁর পদত্যাগপত্র জমা দেওয়ার খবরটি প্রকাশ করে সৌদি গেজেট। আগামী দুই-তিন দিনের মধ্যে এই পদত্যাগপত্র গৃহীত হবে বলেও দাবি করা হয় এই সংবাদমাধ্যমে। তাদের বরাতে কাল একই খবর প্রকাশ করেছে গোল ডট কম। বলা হয়েছে মৌসুম শেষ হওয়ার আগেই নতুন সভাপতি বেছে নেওয়ার পাশাপাশি নতুন বোর্ডও গঠন করবে আল নাসর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য