Friday, April 19, 2024
বাড়িখেলাএখনই নিজেদের চ্যাম্পিয়ন ভাবছেন না বার্সা কোচ

এখনই নিজেদের চ্যাম্পিয়ন ভাবছেন না বার্সা কোচ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২৪ এপ্রিল: লা লিগায় রোববার নিজেদে মাঠে বার্সেলোনা ১-০ গোলে হারায় পয়েন্ট তালিকার তিনে থাকা আতলেতিকো মাদ্রিদকে। প্রথমার্ধের শেষ দিকে গোলটি করেন ফেররান তোরেস।এই জয়ের পর ৩০ ম্যাটে ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপার কাছাকাছি বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী ও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ দুইয়ে আছে ৬৫ পয়েন্ট নিয়ে।লিগের স্রেফ বাকি আছে ৮ ম্যাচ। এই ব্যবধান ঘোচানো বলা যায় অসম্ভবরের কাছাকাছি। শুধু এত এগিয়ে থাকায়ই নয়, বার্সেলোনার সম্ভাবনা প্রবল আরেকটি বাস্তবতায়। লিগ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ-ইউরোপা লিগ থেকে ছিটকে পড়ে তারা এখন খেলছে শুধু লিগেই। রিয়াল মাদ্রিদ সেখানে লিগ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়েও টিকে আছে। লা লিগায় তাদের পূর্ণ মনোযোগ দেওয়া এখন কঠিন।২০১৯ সালের পর প্রথম ও সব মিলিয়ে লা লিগায় বার্সেলোনার ২৭তম শিরোপা আসছে, এটা বলে দেওয়ায় ঝুঁকি নেই বললেই চলে। কিন্তু শতভাগ নিশ্চিত হওয়ার আগে কিছুই নিশ্চিত বলে ধরে নিতে চান না শাভি।“এখনকার অবস্থা অবশ্যই ভালো। তবে আমরা তো এখনও চ্যাম্পিয়ন নই! এখনও কিছুই নিশ্চিত নয়। বুধবার আরেকটি কঠিন লড়াই আছে আমাদের রায়ো ভায়েকানোতে। ফুটবলাররা এখনও নিজেদের চ্যাম্পিয়ন মনে করছে না। কেউ যদি এমনটি মনেও করে, আমরা তাদেরকে বলব যে, এখনও কাজ শেষ নয়।”

আতলেতিকোর বিপক্ষে জয় দিয়ে সাম্প্রতিক সময়ের হতাশার অধ্যায়টাও শেষ করতে পেরেছে বার্সেলোনা। কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৪-০তে পিষ্ট হওয়ার পর লা লিগায় জিরোনা ও গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্র করে শাভির দল। আতলেতিকের বিপক্ষে গোল স্রেফ একটি করতে পারলেও দলের খেলায় উন্নতির প্রমাণ ছিল স্পষ্ট।চোট কাটিয়ে ফেরা ফ্রেঙ্কি ডি ইয়ং ও পেদ্রির উপস্থিতিতেই দলের চেহারা বদলে গেছে বলে মনে করেন কোচ।“অন্য ফুটবলারদের খাটো করছি না, তবে ওরা দুজন আমাদের জন্য দারুণ প্রয়োজনীয়। আশপাশের সবকিছুই উন্নতি হয়ে ওঠে ওদের ছোঁয়ায়। আমাদের খেলার ঘরানা ওরা খুব ভালো বোঝে, এজন্যই আমাদের জন্য ওরা গুরুত্বপূর্ণ।”“ফ্রেঙ্কি আজকে দুর্দান্ত ছিল। পেদ্রি তো নিজের খেলা দিয়ে সবকিছুকেই বদলে দেয়। বল পায়ে সে একটা স্থিরতা বয়ে আনে। পেদ্রির উপস্থিতি সব ফরোয়ার্ডের খেলা আরও উন্নত করে তুলবে।”বার্সেলোনা পথে ফিরলেও এখনও ফিরতে পারেননি রবের্ত লেভানদোভস্কি। সবশেষ চার ম্যাচে তিনি গোল করতে পারেননি। এই ম্যাচেও হাতছাড়া করেন সুযোগ। তবে শাভি মনে করিয়ে দিলেন, এখনও লিগের সবচেয়ে বেশি গোল তার দলের এই ফরোয়ার্ডেরই।“মৌসুমের বেশির ভাগ অংশেই সে ছিল নিখুঁত। এখন হয়তো ততটা নয়। তবে গোল তার আসবে।”“সব ফরোয়ার্ডই চায় গোল করতে। আজকে হয়তো ফেররান (তোরেস) বিশ্বের সবচেয়ে সুখি মানুষ। যারা গোল করেনি, তারা হতাশ হবে। আক্রমণভাগের একজন ফুটবলারের জীবনই এরকম। ১৭ গোল করে লিগের সর্বোচ্চ গোলতাদা রবের্ত (লেভানদোভস্কি), তাহলে ভাবুন, লিগের বাকিরা কেমন অনুভব করছে!”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য