Monday, March 17, 2025
বাড়িখেলাসিটির ট্রেবল স্বপ্ন ভেঙে দিতে ‘সবকিছুই করবে’ ইউনাইটেড

সিটির ট্রেবল স্বপ্ন ভেঙে দিতে ‘সবকিছুই করবে’ ইউনাইটেড

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২৪ এপ্রিল: একই মৌসুমে প্রিমিয়ার লিগ, এএফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগে ট্রেবল জয়ী একমাত্র ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এবার সেই কীর্তিকে স্পর্শ করার হাতছানি ম্যানচেস্টার সিটির সামনে। এই তিন শিরোপার ফয়সালা এই মৌসুমে হয়নি এখনও। তবে তিনটিতেই খুব ভালোভাবে টিকে আছে সিটির সম্ভাবনা।মৌসুমের বাকি সময়টায় নিজেদের কাজ ঠিকঠাক করলে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে যাবে পেপ গুয়ার্দিওলার দল। চ্যাম্পিয়ন্স লিগে তারা পৌঁছে গেছে সেমি-ফাইনালে, এফএ কাপে তা পা রেখেছে ফাইনালে।এফএ কাপের ফাইনালেই সিটির প্রতিপক্ষ ইউনাইটেড। দ্বিতীয় সেমি-ফাইনালে রোববার ব্রাইটনকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় এরিক টেন হাগের দল।

আগামী ৩ জুন ওয়েম্বলিতে ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টারের দুই দল। একমাত্র ক্লাব হিসেবে ইউনাইটেডের ট্রেবল জয়ের রেকর্ড অটুট রাখতে চেষ্টায় কোনো কমতি থাকবে না, বললেন টেন হাগ। তবে প্রিমিয়ার লিগেও যে একটি লক্ষ্য আছে তার দলের, সেটিও তিনি জানিয়ে দিলেন। “আমরা নিজেতের সবকিছু উজাড় করে দেব। আমি যখন বলছি ‘সবকিছু’, এর মানে সবকিছুই। শতভাগের বেশি যতটা সম্ভব করা যায়, ততটাই। সমর্থকেরা এই ভরসা রাখতে পারেন। সিটির বিপক্ষে আমরা তা করে দেখাতে চাই, ভক্তদের উপহার দিতে চাই। আশা করি, আমরা নিখুঁত ম্যাচ খেলব।”“তবে এর আগে আমাদের অন্য জায়গাতেও মানোযোগ দিতে হবে, শীর্ষ চারে (প্রিমিয়ার লিগে) থাকতে হবে আমাদের।”ফাইনালের বাকি আছে এখনও দেড় মাস। এই সময়ে ফর্ম আর ছন্দ বদলে যেতে পারে অনেকটুকুই। তবে এই সময়ের বিবেচনায় সিটি এগিয়ে অনেকটাই। শক্তি-সামর্থ্যে তারা এগিয়ে, মৌসুমের শেষ ভাগটায় তারা ছুটছে অপ্রতিরোধ্য গতিতে।

তবে গত জানুয়ারিতে প্রিমিয়ার লিগের ম্যাচে সিটিকে ২-১ গোল হারিয়েছিল ইউনাইটেডকে। সেই ম্যাচকে প্রেরণা মেনেই আশায় বুক বাঁধছেন ইউনাইটেডের গোলকিপার দাভিদ দে হেয়া। গত মৌসুমের চেয়ে এবার দলের উন্নতিও বাড়তি আশা জোগাচ্ছে তাকে।“ফাইনালের আগে এখনও অনেকটা সময় বাকি আছে। তবে ইউরোপের ও বিশ্বের সেরা দলগুলির একটির বিপক্ষে ম্যাচটি হবে বড় চ্যালেঞ্জ। আমরা ঘরের মাঠে দেখিয়েছি যে তাদেরকে হারাতে পারি। আবারও তাই আশা করতেই পারি।”“আমরা সঠিক পথেই আছি। একটি ট্রফি জিতেছি (লিগ কাপ), আরেকটিতে ফাইনালে আছি, (প্রিমিয়ার লিগে) শীর্ষে চারের লড়াইয়ে আছি। অবশ্যই এটা যথেষ্ট নয়, তবে গত মৌসুম থেকে উন্নতি হয়েছে অনেকটাই।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য