Friday, April 19, 2024
বাড়িখেলা৫৬ বছর বয়সে মাঠে নেমে জাপানিজ স্ট্রাইকারের ইতিহাস

৫৬ বছর বয়সে মাঠে নেমে জাপানিজ স্ট্রাইকারের ইতিহাস

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২৩ এপ্রিল:একাদেমিকো দে ভিসেউয়ের বিপক্ষে শনিবার অলিভেইরেন্সের ৪-১ গোলের জয়ের ম্যাচে ৯০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মিউরা।পর্তুগিজ লিগের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশটির ফুটবলে খেলা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার এখন মিউরা; ৫৬ বছর, এক মাস ২৪ দিন।জাপানের জে-লিগের দল ইয়োকোহামা থেকে ধারে গত জানুয়ারিতে অলিভেইরেন্সে যোগ দেওয়া মিউরার পেশাদার ক্যারিয়ারের ৩৮তম মৌসুম এটি।এই নিয়ে ষষ্ঠ দেশের ক্লাবে খেলছেন তিনি। এর আগে খেলেছেন ব্রাজিল, জাপান, ইতালি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ায়।এর আগে মিউরা বলেছিলেন, ৬০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তার।মিউরা পেশাদার ক্যারিয়ার শুরু করেন ১৯৮৬ সালে, ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে। ২০১৭ সালে সবচেয়ে বেশি বয়সী (৫০ বছর ১৪ দিন) খেলোয়াড় হিসেবে জাপানের পেশাদার লিগ ম্যাচে গোল করার কীর্তি গড়েন তিনি।  জাপানে ‘কিং কাজু’ নামে পরিচিত মিউরা দেশটির সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদদের একজন। জাপান জাতীয় দলের জার্সিতে ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত ৮৯ ম্যাচে তিনি গোল করেন ৫৫টি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য