Sunday, March 16, 2025
বাড়িখেলা৮ ওভারে ১০০ রান তোলার অনুশীলন করে ফল পাচ্ছেন হেটমায়ার

৮ ওভারে ১০০ রান তোলার অনুশীলন করে ফল পাচ্ছেন হেটমায়ার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,১৭ এপ্রিল: আইপিএলে রোববার এই লড়াইয়ে আহমেদাবাদে গুজরাট টাইটান্সকে ৩ উইকেটে হারায় রাজস্থান রয়্যালস। গুজরাটের ইনিংসে কোনো ফিফটি না থাকলেও কয়েকজনের কার্যকর ইনিংসে ২০ ওভারে তারা তোলে ১৭৭ রান। এরপর গুজরাটের নতুন বলের দুই বোলার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়ার দারুণ বোলিংয়ে রাজস্থান দুই ওপেনারকে হারায় তিন ওভারের মধ্যে।সেই বিপদ থেকে পরেও উদ্ধার হতে পারেনি তারা। একাদশ ওভারে ৫৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে অনেকটাই পিছিয়ে পড়ে লড়াই থেকে।স্যামসন ও হেটমায়ার যখন ক্রিজে, শেষ ৮ ওভারে প্রয়োজন পড়ে ১১২ রানের। ম্যাচের মোড় বদলানোর শুরু সেখান থেকেই। স্যামসনই শুরুটা করেন। প্রতিপক্ষের সেরা বোলার রশিদ খানকে টানা তিন ছক্কা মেরে দেন রাজস্থান অধিনায়ক।পরের ওভারে হাত খোলেন হেটমায়ার। ৭ বলে ৪ রান নিয়ে খেলছিলেন তিনি। সেখান থেকে আলজারি জোসেফের ওভারে মারেন ছক্কা ও চার।

স্যামসন পরে আউট হয়ে যান ৩২ বলে ৬০ রানের ইনিংস খেলে। তাকে ফিরিয়ে প্রথম আইপিএল উইকেটের স্বাদ পান ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামা আফগানিস্তানের ১৮ বছর বয়সী বাঁহাতি রিস্ট স্পিনার নূর আহমাদ।তখনও ৫ ওভারে ৬৪ রান লাগে রাজস্থানের। হেটমায়ার সেই পথটুকু পাড়ি দেন সতীর্থদের সহায়তায়। ১০ বলে ১৮ রান করেন ধ্রুব জুরেল, ৩ বলে ১০ রবিচন্দ্রন অশ্বিন।শেষ ওভারে রাজস্থানের প্রয়োজন পড়ে ৭ রানের। নূরের করা ওভারে প্রথম বলে দুই রান নিয়ে ফিফটি পূরণ করেন হেটমায়ার। পরের বলে ছক্কায় শেষ করে দেন ম্যাচ। ৫ ছক্কায় ২৬ বলে ৫৬ রান করে মাঠ ছাড়েন তিনি দলকে জিতিয়ে।

চলতি মৌসুমে হেটমায়ারের প্রথম ফিফটি এটি। তবে ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি আগের সব ম্যাচেই। প্রথম ম্যাচে করেন ১৬ বলে অপরাজিত ২২, পরের ম্যাচে ১৮ বলে ৩৬। তৃতীয় ম্যাচে অপরাজিত থাকেন ২১ বলে ৩৯ রানে, চতুর্থ ম্যাচে ১৮ বলে অপরাজিত ৩০।সব মিলিয়ে ৫ ইনিংসে তার রান ১৮৩। স্রেফ একটি ম্যাচে আউট হওয়ায় গড়ও ১৮৩। স্ট্রাইক রেট ১৮৪.৮৪!৫-৬-৭ নম্বরে নেমে ম্যাচের পর ম্যাচ পরিস্থিতির দাবি মিটিয়ে আসছেন হেটমায়ার। ম্যাচ শেষে ২৬ বছর বয়সী ক্যারিবিয়ান ব্যাটসম্যান বললেন, এধরনের পরিস্থিতির জন্যই নিজেকে প্রস্তুত রাখেন তিনি।“সত্যি বলতে, আমি এটা অনুশীলন করি। কয়েকটি উইকেট পড়ে গেছে, ৮ ওভারে ১০০ রানের মতো করতে হবে, এই ধরনের পরিস্থিতি ভাবনায় রেখে অনুশীলন করাটা সত্যিই দারুণ সহায়তা করে (ম্যাচে)। নিজের মানসিকতাকে ওভারেই প্রোগ্রাম করে রাখার চেষ্টা করি এবং এখনও পর্যন্ত তা কাজে দিচ্ছে।”হেটমায়ারদের পরের ম্যাচ বুধবার লক্ষ্নৌ সুপার জায়ান্টসের বিপক্ষে জয়পুরে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য