Tuesday, April 16, 2024
বাড়িখেলাপয়েন্ট হারিয়ে গেতাফের মাঠ আর রোদকে দায় দিলেন বার্সেলোনা কোচ

পয়েন্ট হারিয়ে গেতাফের মাঠ আর রোদকে দায় দিলেন বার্সেলোনা কোচ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,১৭ এপ্রিল: লা লিগার ম্যাচে সোমবার গেতাফের মাঠে গোলশূন্য ড্র করে বার্সেলোনা। আগের ম্যাচে জিরোনার বিপক্ষেও তাদের ম্যাচের ফল ছিল একই। ২০০৫ সালের পর প্রথমবার লিগে এই অভিজ্ঞতা হলো তাদের।ম্যাচের ৬৭ শতাংশ সময় বল ছিল বার্সেলোনার দখলে। তবে খুব ধারাল আক্রমণ বা পরিষ্কার সুযোগ তেমন তৈরি করতে পারেনি তারা। গোটা ম্যাচে লক্ষ্যে শট নিতে পেরেছে স্রেফ ৩টি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে শাভি এর্নান্দেস বললেন, গেতাফের মাঠের অবস্থা ভালো ফুটবল খেলার উপযোগী ছিল না। “মাঠ আমাদেরকে পিছু টেনে ধরেছে। আমরা যদিও এমন কিছুর প্রত্যাশা করেছিলাম, আগের দিন অনুশীলন করেছিলাম শুষ্ক মাঠে। তবে এখানে খেলা কঠিন এবং দেখার জন্যও এটা খুব ভালো কিছু নয়। বল মাঠে থমকে গেছে বারবার, খুব একটা গতিময় ছিল না। এটা তো এমনকি গেতাফের জন্যও ভালো নয়।”“মাঠ ভালো থাকতে হবে, এটা তো একটা মৌলিক ব্যাপার। তবে এটা কোনো অজুহাত নয় এবং আমাদেরকে দ্রুত পথে ফিরতে হবে। মাঠের অবস্থা যতটা অস্বস্তিকর ছিল, সেটা বিবেচনায় এক পয়েন্টও খারাপ নয়।” শুধু মাঠ নয়, বার্সেলোনা কোচের আপত্তি ম্যাচ শুরুর সময় নিয়েও। স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় শুরু হয়েছিল ম্যাচটি, রোদের তাপ যখন বেশ প্রবল। “আমরা রোদে খেলে অভ্যস্ত নই, সাধারণত রাতে ম্যাচ খেলি। তবে এটাকেও অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না, আমাদেরকে মানিয়ে নিতে হবে। কারণ, পরের রোববার আবার এই সময়েই খেলতে হবে আমাদের।” পরের ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনার প্রতিপক্ষ পয়েন্ট তালিকার তিনে থাকা আতলেতিকো মাদ্রিদ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য