Wednesday, March 19, 2025
বাড়িখেলাধনাঞ্জয়ার ২ রানের আক্ষেপ, নিউ জিল্যান্ডের ২-০ ব্যবধানের জয়

ধনাঞ্জয়ার ২ রানের আক্ষেপ, নিউ জিল্যান্ডের ২-০ ব্যবধানের জয়

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ মার্চ: ধনাঞ্জয়া যেমন পারলেন না দারুণ ব্যাটিং করেও সেঞ্চুরি ছুঁতে, ফলো-অনে পড়ার পর লড়াই করেও শ্রীলঙ্কা তেমনি পারল না ইনিংস হার এড়াতে। ওয়েলিংটন টেস্টে ইনিংস ও ৫৮ রানের জয়ে দুই ম্যাচের সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করল নিউ জিল্যান্ড।চতুর্থ দিনে সোমবার শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৩৫৮ রানে। প্রথম ইনিংসে তারা করতে পেরেছিল স্রেফ ১৬৪। কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের ডাবল সেঞ্চুরিতে নিউ জিল্যান্ড ৪ উইকেটে ৫৮০ রান তুলে ঘোষণা করে তাদের একমাত্র ইনিংস।আগের টেস্টে শেষ বলের রোমাঞ্চকর সমাপ্তিতে নিউ জিল্যান্ড জিতেছিল ১ রানে।এই নিয়ে নিউ জিল্যান্ডে টানা ৮ টেস্টে জিততে পারল না লঙ্কানরা। এর মধ্যে ৭টিই হেরেছে তারা, ড্র হয়েছে বাকিটি। সবশেষ জয়টি পেয়েছে তারা সেই ২০০৬ সালে।

নিউ জিল্যান্ডে ২১ টেস্ট খেলে সব মিলিয়ে শ্রীলঙ্কার জয় স্রেফ ২টি।শ্রীলঙ্কা এ দিন খেলা শুরু করে ২ উইকেটে ১১৩ রান নিয়ে। শুরুতেই জোড়া ধাক্কা হজম করে তারা। ৫০ রান নিয়ে শুরু করা কুসাল মেন্ডিস দিনের প্রথম ওভারেই ম্যাচ হেনরিকে পুল করতে গিয়ে ক্যাচ দেন শর্ট মিড উইকেটে।একটু পর একই চেষ্টা ডেকে আনে অ্যাঞ্জেলো ম্যাথিউসের পতন। ব্লেয়ার টিকনারকে পুল খেলে অভিজ্ঞ ব্যাটসম্যান আউট হন ৪৪ বলে ২ রান করে।টালমাটাল দলের হয়ে লড়াই করেন এরপর ধনাঞ্জয়া ও দিনেশ চান্দিমাল। খুব ঝুঁকি না নিয়েই বেশ দ্রুত রান তুলতে থাকেন তারা দারুণ সব ক্রিকেটীয় শটেই। তাদের সাবলিল ব্যাটিংয়েই ফুটে ওঠে, উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো।এই জুটির সমাপ্তিও হয় পুল শটেই। টিকনারকে পুল করে চান্দিমাল ফেরেন ৯২ বলে ৬২ রান করে। জুটি থামে ১২৬ রানে।ধনাঞ্জয়ার সঙ্গে এরপর জমে যায় অভিষিক্ত নিশান মাদুশকার জুটিও। লড়িয়ে জুটিতে ষষ্ঠ উইকেটে ৭৬ রান যোগ করেন দুজন। এই লড়াইয়ের শেষটা হয় হতাশার। চা-বিরতির ঠিক আগে টিকনারের আরেকটি শর্ট বলে আলগা শট খেলতে গিয়ে উইকেট হারান মাদুশকা।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৬১.৬১ গড় নিয়ে টেস্ট অভিষিক্ত ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান দুই ইনিংসে লড়াইয়ের ছাপ রাখলেও পারলেন না ইনিংস বড় করতে।চা-বিরতির পরপরই ধনাঞ্জয়ার সেই আউট। দশম টেস্ট সেঞ্চুরির হাতছানি উপেক্ষা করলেন তিনি নিজের ভুলেই। থেমে গেল ১২ চার ও ১ ছক্কায় ৯৮ রানের ইনিংস।শ্রীলঙ্কার ইনিংস হার নিশ্চিত হয়ে যায় অনেকটা তখনই। তবে দারুণ লড়াই করে পরাজয়কে অনেকটা সময় ঠেকিয়ে রাখেন লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। কাসুন রাজিথা ও প্রবাথ জয়াসুরিয়া অষ্টম জুটিতে ২০ রান তালেন ৯৬ বল খেলে। নবম জুটিতে রাজিথার সঙ্গে লাহিরু কুমারার জুটি ৮৮ বলে ১৬ রানের।৪৫ বলে জয়াসুরিয়া করেন ২ রান। পেসার রাজিথা খেলে ফেলেন ১১০ বল, রান করেন ২০।একটা সময় হার মানতে হয় তাদেরও। শেষ বেলায় ম্যাচ জিতে নেয় নিউ জিল্যান্ড।ম্যাচের সেরার পুরস্কার ওঠে অপরাজিত ডাবল সেঞ্চুরি করা নিকোলসের হাতে। তিনি যদিও পুরস্কার নিতে গিয়ে বলেন, ম্যাচের সেরা হওয়া উচিত ২১৫ রান করা উইলিয়ামসনের। ২ টেস্টে ৩৩৭ রান করে সিরিজের সেরা সেই উইলিয়ামসনই।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৫৮০/৪ (ডি.)

শ্রীলঙ্কা ১ম ইনিংস১৬৪

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ১৪২ ওভারে ৩৫৮ ( আগের দিন ১১৩/২) (ওশাদা ৫, করুনারত্নে ৫১, কুসাল ৫০, ম্যাথিউস ২, চান্দিমাল ৬২, ধনাঞ্জয়া ৯৮, মাদুশকা ৩৯, রাজিথা ২০, জয়াসুরিয়া ২, কুমারা ৭, আসিথা ০*; সাউদি ২৭-১৩-৫১-৩, হেনরি ২৯-৮-৫৯-১, মাইকেল ব্রেসওয়েল ৪২-১৪-১০০-২, ডগ ব্রেসওয়েল ১৮-৩-৫৮-১, টিকনার ২৬-৬-৮৪-৩)।

ফল: নিউ জিল্যন্ড ইনিংস ও ৫৮ রানে জয়ী।

সিরিজ: ২ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ২-০তে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: হেনরি নিকোলস।ম্যান অব দা সিরিজ: কেন উইলিয়ামসন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য