Monday, March 17, 2025
বাড়িখেলাওভালের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত

ওভালের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৩ মার্চ: টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের ফাইনালে আগেই জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী ৭ জুন দা ওভালে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার শিরোপার লড়াই।টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের ফাইনালেও খেলেছিল ভারত। কিন্তু ২০১৯ সালে লর্ডসে শিরোপার লড়াইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে যায় তারা।দ্বিতীয় চক্রের ফাইনালে জায়গা করে নিতে দুই ম্যাচের সিরিজে নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হতো শ্রীলঙ্কার। সঙ্গে ভারত-অস্ট্রেলিয়ার চলমান আহমেদাবাদ টেস্টে স্বাগতিকদের হার কিংবা ম্যাচটি ড্র কামনা করছিল তারা।

বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ টেস্টটি ড্র হওয়ার সম্ভাবনাই এখন পর্যন্ত উজ্জ্বল। কিন্তু নিজেদের কাজেই সফল হতে পারেনি শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্টে কিউইদের বিপক্ষে জয়ের আশা জাগিয়ে শেষ পর্যন্ত হেরে গেছে তারা ২ উইকেটে।রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচটি জিতে বিরল এক কীর্তি গড়ে নিউ জিল্যান্ড। টেস্ট ক্রিকেটের ১৪৬ বলের ইতিহাসে শেষ বলে ম্যাচ জেতা দ্বিতীয় দল তারা। ১৯৪৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একইভাবে জিতেছিল ইংল্যান্ড।টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে শতকরা ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দুইয়ে ভারতের পয়েন্টের হার ৬০.২৯।শ্রীলঙ্কার অবস্থান এখন চারে, তাদের শতকরা পয়েন্ট ৪৮.৪৮। শতকরা ৫৫.৫৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা দক্ষিণ আফ্রিকা এবারের চক্রে সব ম্যাচ খেলে ফেলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য