Saturday, January 25, 2025
বাড়িখেলাবিক্রি হবে রোনালদোর চেশায়ারের বাড়ি, সেখানে যা যা আছে আর দামই–বা কত

বিক্রি হবে রোনালদোর চেশায়ারের বাড়ি, সেখানে যা যা আছে আর দামই–বা কত

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২০ ফেব্রুয়ারি: ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদো আল-নাসরে নাম লিখিয়েছেন গত ডিসেম্বরে। ওল্ড ট্রাফোর্ডের বাড়ি ছেড়ে প্রেমিকা আর সন্তানদের নিয়ে এরই মধ্যে রিয়াদে বিলাসবহুল হোটেলে আবাস গড়েছেন পর্তুগিজ তারকা।রোনালদো সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকেই শোনা যাচ্ছিল—বিক্রি হবে তাঁর ইংল্যান্ডের চেশায়ারের বাড়িটি। এখনো সেটি বিক্রি হয়নি। বাড়িটি বিক্রির দায়িত্ব পড়েছে আবাসন এজেন্ট জ্যাকসন-স্টপসের ওপর। রোনালদোর বিলাসবহুল বাড়িটি বিক্রির জন্য অনেক দিন ধরেই বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে তারা।অনেকের কৌতুহল, কী আছে রোনালদোর সেই বাড়িতে আর কতই–বা এর দাম?
রোনালদোর চেশায়ারের বাড়িটিতে আছে সাতটি বেডরুম, ছয়টি বাথরুম। বাড়িটিতে আছে একটি হাই-টেক ফিটনেস রুম। বিশাল একটি সুইমিংপুলের সঙ্গে আছে জাকুজ্জি (সুইমিংপুলের সঙ্গে থাকা বাথটাব, যেখানে গরম পানির বাষ্প বের হয় এবং ম্যাসাজেরও ব্যবস্থা থাকে)।এ ছাড়া একটি সিনেমা দেখার কক্ষের সঙ্গে রোনালদোর আধুনিক ও বিলাসবহুল সেই বাড়িতে আছে প্যাডল টেনিস কোর্ট। চারটি গাড়ি রাখার মতো একটি গ্যারেজও আছে সেখানে। আধুনিক সব সুবিধা থাকা এ বাড়ির মূল্য ধরা হয়েছে প্রায় ৬১ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৫ কোটি টাকা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য