স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৭ ফেব্রুয়ারি: নকআউট পর্বের প্লে-অফ রাউন্ডের প্রথম লেগে বৃহস্পতিবার রাতে ২-২ ড্র করেছে বার্সেলোনা ও ইউনাইটেড। কাম্প নউয়ে চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। মার্কোস আলোনসো বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মার্কাস র্যাশফোর্ড। জুল কুন্দের আত্মঘাতী গোলের পর ম্যাচে সমতা ফেরান ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। শুরুতে বার্সেলোনাকে চেপে ধরার চেষ্টা করে ইউনাইটেড। সপ্তম মিনিটে পরপর গোলের জন্য দুটি শটও নেয় তারা। ব্রুনো ফের্নান্দেসের পর টাইরেল মালাসিয়ার শট ঠেকিয়ে দেন অভিজ্ঞ ডিফেন্ডার জর্দি আলবা। তার নৈপুণ্যেই অষ্টম মিনিটে নিজেদের প্রথম সুযোগ পায় বার্সেলোনা। বাঁ দিক থেকে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে নিচু ক্রস বাড়ান আলবা। গাভির ডামির পর পেয়ে যান রবের্ত লেভানদোভস্কি। কাছের পোস্টে তার শট ফিরিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়া।
অনেকটা খেলার ধারার বিপরীতে ২৮তম মিনিটে সুবর্ণ সুযোগ পেয়ে যান ভাউট বেহর্স্ট। তবে গোলরক্ষককে একা পেয়েও অনেকটা তার বরাবর শট নেন এই ডাচ ফরোয়ার্ড। ৩৪তম মিনিটে মার্কাস র্যাশফোর্ডের ডান পায়ের শট দূরের পোস্ট দিয়ে জালেই যাচ্ছিল, ঝাঁপিয়ে পড়ে ব্যর্থ করে দেন বার্সেলোনা গোলরক্ষক। তিন মিনিট পর ওয়ান-বিসাকার ব্যর্থতায় বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান আলবা। তবে তিনি শট করার আগেই ছুটে গিয়ে ক্লিয়ার করেন ইংলিশ ডিফেন্ডার। ৪১তম মিনিটে বড় একটা ধাক্কা খায় বার্সেলোনা। চোট পেয়ে মাঠ ছাড়েন পেদ্রি, বদলি নামেন সের্হি রবের্তো। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারত ইউনাইটেড। ওয়ান-বিসাকার ক্রস ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি রোনালদ আরাউহো, পেয়ে যান জ্যাডন স্যানচো। তবে খুব ভালো জায়গা থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
৪৯তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার কর্নারে আলোনসোর হেড কাছের পোস্ট ঘেঁষে জালে জড়ায়। দুই মিনিট পরেই সমতা ফেরায় ইউনাইটেড। ফ্রেদের বাড়ানো বল ধরে ডানদিক দিয়ে এগিয়ে কাছের দুরূহ কোণ থেকে পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন র্যাশফোর্ড। ৫৯তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে এগিয়েও যায় প্রিমিয়ার লিগের দলটি। র্যাশফোর্ডের শটে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি কোনো সতীর্থ। তবে গোলমুখে বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার জুল কুন্দের বুকে লেগে বল চলে যায় জালে! বেশি কিছু করার ছিল না টের স্টেগেনের। ৭৬তম মিনিটে সমতা ফেরায় বার্সেলোনা। কাসেমিরোর হারানো বল ধরে লেভানদোভস্কিকে লক্ষ্য করে ক্রস করেন রাফিনিয়া। পোলিশ স্ট্রাইকার কিংবা ইউনাইটেডের কোনো খেলোয়াড় বলে পা ছোঁয়াতেই পারেননি। দে হেয়াকে বিস্ময়ে ভাসিয়ে বল জড়ায় জালে। ১০ মিনিট পর ব্যবধান গড়ে দিতে পারত বার্সেলোনা। একটু আগে বদলি নামা ফেররান তরেসের চ্যালেঞ্জের মুখে নিজেদের জালেই বল পাঠিয়ে দিচ্ছিলেন কাসেমিরো। ভাগ্য ভালো তার, পোস্টে লেগে ফিরে আসে বল। পরমুহূর্তে আনসু ফাতির শটে দারুণ এক সেভে স্বাগতিকদের হতাশ করেন গোলরক্ষক হেয়া। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফাতির শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। পরের মিনিটে বিপজ্জনক জায়গা থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি আরাউহো। আগামী বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে হবে ফিরতি লেগ।