Tuesday, July 29, 2025
বাড়িখেলাভক্তদের ভালোবাসার চাপে ব্লক হয়েছিল মেসির ইনস্টাগ্রাম

ভক্তদের ভালোবাসার চাপে ব্লক হয়েছিল মেসির ইনস্টাগ্রাম

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩১জানুয়ারি: তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। একমাত্র অপ্রাপ্তি ঘুচিয়ে লিওনেল মেসি চুমু এঁকেছেন সোনালি ট্রফিতে। তিনি পেয়ে গেছেন ‘ফুটবলীয় অমরত্বের সনদ’।পরম আকাঙ্ক্ষিত এই বিশ্বকাপ জয়ের পর প্রথমবার সাক্ষাৎকার দিয়েছেন মেসি। আর্জেন্টাইন রেডিও ‘উরবানা প্লেই’-এর সংবাদিক অ্যান্ডি কুজনেতসফকে দেওয়া সাক্ষাৎকারে মনের অর্গল খুলে দিয়েছেন ৩৫ বছর বয়সী মহাতারকা।কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা আর ক্যারিয়ারের পূর্ণতা নিয়ে যেমন কথা বলেছেন, জানিয়েছেন তাঁর প্রতি ভক্তদের অকৃত্রিম ভালোবাসার বিষয়টিও।

বিশ্বকাপ জয়ের পর মেসি ট্রফি হাতে যে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন, সেটা ‘লাইক’ পাওয়ার হিসাবে ছাড়িয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। গড়েছে নতুন রেকর্ড। তবে ভক্তদের অগণিত শুভেচ্ছাবার্তার কারণে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই সাময়িকভাবে ব্লক হয়ে গিয়েছিল।আর্জেন্টাইন রেডিও ‘উরবানা প্লেই’-এর সংবাদিক কুজনেতসফকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি

একটি ছবিতে কয়েক কোটি লাইক পাওয়া প্রসঙ্গে মেসি বলেছেন, ‘এ থেকেই বোঝা যায়, ছবিটা কত মানুষের কাছে পৌঁছে গেছে। কত মানুষ আমার হাতে ট্রফিটা দেখতে চেয়েছে। সত্যি বলতে, খুব কম শুভেচ্ছাবার্তা আমি পড়তে পেরেছি। এটা খুব কঠিন। আমার কাছে ১০ লাখ বার্তা এসেছিল। শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছিল। আমি লগইন করতে পারছিলাম না। ব্যাপারটা পাগলাটে ছিল।’ ব্যস্ততার কারণে অনেক তারকা তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট দেখভালের দায়িত্ব বিশ্বস্ত কাউকে দেন। তবে শত ব্যস্ততার মধ্যে মেসি তাঁর অ্যাকাউন্ট নিজেই ব্যবহার করেন, ‘আমি নিজেই আমার ইনস্টাগ্রামে পোস্ট করি। এই কাজের জন্য আলাদা কোম্পানি বা ম্যানেজার নেই।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!