Tuesday, January 14, 2025
বাড়িখেলারোনালদোর প্রস্তাব ‘কয়েকবার’ ফিরিয়েছে রিয়াল মাদ্রিদ

রোনালদোর প্রস্তাব ‘কয়েকবার’ ফিরিয়েছে রিয়াল মাদ্রিদ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ জানুয়ারি:

পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। এর কয়েক দিন পরই ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকাকে রিয়াল মাদ্রিদের মাঠে অনুশীলন করতে দেখা যায়। গুঞ্জন ওঠে, আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে যাচ্ছেন রোনালদো।শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি। বছরের শেষ সপ্তাহে স্পেনের রাজধানী মাদ্রিদে বসেই সৌদি আরবের ক্লাব আল নাসরে নাম লেখান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। এখন তিনি এশিয়ান ক্লাবটির হয়ে মাঠে নামার অপেক্ষায়।তবে সৌদির ক্লাবটিতে নাম লেখানোর কয়েক দিন আগপর্যন্তও রিয়ালে ফেরার চেষ্টা করে গেছেন রোনালদো—এমন খবর দিয়েছে দ্য অ্যাথলেটিক। যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যমটি জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডে থাকা হবে না ধরে নিয়ে কয়েকবার রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন রোনালদো। পর্তুগিজ তারকা তাঁর দীর্ঘদিনের এজেন্ট জর্জ মেন্ডেসকে বলেছিলেন, চ্যাম্পিয়নস লিগে খেলে এমন একটি ক্লাব খুঁজতে। জুনে চেলসির নতুন মালিক টড বোহলির সঙ্গে পর্তুগালে দেখাও করেন মেন্ডেস।

বোহলির আগ্রহ থাকলেও চেলসির তখনকার কোচ টমাস টুখেল এতে রাজি হননি। এরপর বায়ার্ন মিউনিখের সঙ্গে কথা বলেন মেন্ডেস। তবে জার্মান ক্লাবটির জন্য রোনালদো মানানসই হবেন কি না, সংশয়ে আলাপ বেশি দূর বাড়াননি প্রধান নির্বাহী অলিভার কান।অ্যাথলেটিকের খবরে লেখা হয়, ‘গ্রীষ্মকালীন দলবদলের সময় মেন্ডেস কয়েকবার রিয়ালের কাছে রোনালদোর বিষয়ে আলাপ তোলেন। তবে কোনো প্রস্তাবেই বার্নাব্যুর ক্লাবটি সাড়া দেয়নি। এমনকি ইউনাইটেড রোনালদোর বেতনের বড় একটি অংশ বহন করবে বলার পরও অন্যান্য শীর্ষস্থানীয় ক্লাব রোনালদোকে দলভুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করে।’আগস্টে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে রোনালদোর ফেরার সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। ওই সময় রিয়াল প্রেসিডেন্ট বলেন, ‘আবারও? ওর বয়স এখন ৩৮’।তবে নিজেদের ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে বিশ্বকাপের পর অনুশীলনের সুযোগ করে দিয়েছিল রিয়াল। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পিয়ার্স মরগানকে দেওয়া ‘বিস্ফোরক’ সাক্ষাৎকারের জেরে বিশ্বকাপের মাঝপথেই রোনালদো–ম্যানচেস্টার ইউনাইটেড সম্পর্ক বিচ্ছিন্ন হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য