Saturday, January 18, 2025
বাড়িখেলানেইমারের চোখে, ‘পেলে চিরন্তন’

নেইমারের চোখে, ‘পেলে চিরন্তন’

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩০ডিসেম্বর: সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ জেতানো, ফুটবল ইতিহাসের রেকর্ড গোলস্কোরার পেলে।মহানায়কের বিদায়ে নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, পেলের ছোঁয়া পেয়েই ফুটবল এতটা সুন্দর হয়ে উঠেছে।“পেলের আগে, ‘১০’ নম্বর ছিল শুধুই একটা সংখ্যা। কোথাও আমি এটা পড়েছিলাম, জীবনের কোনো এক সময়ে। তবে কথাটা সুন্দর, পরিপুর্ণ। আমি বলব, পেলের আগে ফুটবল ছিল কেবলই একটা খেলা। পেলে সবকিছু পাল্টে দিয়েছেন।”“তিনি ফুটবলকে শিল্পে রূপান্তর করেছেন, বিনোদনে পরিণত করেছেন। তিনি গরীবদের জন্য আওয়াজ দিয়েছেন, কালোদের এবং বিশেষ করে: এটা ব্রাজিলকে দৃশ্যমান করে তুলেছে। রাজার কল্যাণেই ফুটবল আর ব্রাজিল নিজের মানকে উন্নীত করেছে! তিনি চলে গেছেন, কিন্তু তার জাদু চিরকাল থাকবে। পেলে চিরন্তন।”ব্রাজিলের বর্তমান অধিনায়ক চিয়াগো সিলভা ইন্সটাগ্রামে ছোট্ট কথায় দিয়েছেন শ্রদ্ধাঞ্জলি।“শান্তিতে ঘুমান রেই (রাজা), তার পরিবারের প্রতি ঈশ্বর মঙ্গল করুন।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য