Friday, March 29, 2024
বাড়িখেলাসাদা-আকাশি জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

সাদা-আকাশি জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ ডিসেম্বর: আরেকটি ফাইনালে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নিজেদের আকাশি-সাদা জার্সি পরে নামবে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপের ফাইনালে আগামী রোববার মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু ম্যাচটি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আলবিসেলেস্তেদের মতো ফরাসিরাও পরবে তাদের নীল রঙের প্রথম জার্সি। এর আগে আর্জেন্টিনা ১৯৭৮ ও ১৯৮৬ সালের ফাইনালে সাদা-আকাশি জার্সিটি পরেছিল। দুইবারই তারা উঁচিয়ে ধরছিল বিশ্বকাপ ট্রফি। ১৯৯০ ও ২০১৪ সালের ফাইনালে দ্বিতীয় জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামলে তাদের পেতে হয় হারের তেতো স্বাদ। ২০১৮ সালে রাশিয়া আসরে শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরে ৪-৩ গোলে হেরেছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার মতো ফ্রান্সও এখন পর্যন্ত দুইবার শিরোপা জিতেছে। সবশেষ আসরেই তারা ঘরে তুলেছিল বিশ্ব সেরার মুকুট। কিন্তু লাতিন আমেরিকার দলটির অপেক্ষা দীর্ঘ ৩৬ বছরের। ১৯৮৬ সালের পর যে আর বিশ্বকাপ জেতা হচ্ছে না তাদের। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য