Wednesday, January 22, 2025
বাড়িখেলাফর্মের চূড়ায় থাকা মেসিকে নিয়ে ভাবনায় ফ্রান্স

ফর্মের চূড়ায় থাকা মেসিকে নিয়ে ভাবনায় ফ্রান্স

স্যন্দন ডিজিটেল ডেস্ক ,১৫ ডিসেম্বর: কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে বুধবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই আসরের ফাইনালে খেলবে তারা।দিদিয়ে দেশমের দলের সামনে হাতছানি ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তি গড়ার। ২০১৮ সালে রাশিয়া আসরে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্ব সেরার মুকুট ঘরে তুলেছিল ফ্রান্স।তবে কাজটি যে সহজ হবে না ভালো করেই জানা ফ্রান্সের। ফাইনালে যে তাদের প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। যারা সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে এখন শেষের মঞ্চে। সেমি-ফাইনালে গত আসরের রানার্সআপ ক্রোয়াটদের স্রেফ উড়িয়ে দিয়ে বিশ্ব মঞ্চে ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে উন্মুখ হয়ে আছে লাতিন আমেরিকানরা।দলের সঙ্গে অসাধারণ ছন্দে আছেন মেসিও, যিনি এরই মধ্যে জানিয়ে দিয়েছেন ফাইনালই হবে বিশ্বকাপে তার শেষ ম্যাচ। এখন পর্যন্ত চলতি আসরে ৫ গোল করেছেন সময়ের সেরা এই ফরোয়ার্ড। গড়ছেন রেকর্ডের পর রেকর্ড। চার ম্যাচে জিতেছেন সেরার পুরস্কার।মরক্কোর রূপকথার পথচলা থামানোর পর ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান প্রশংসায় ভাসালেন তাদের পরবর্তী প্রতিপক্ষ আর্জেন্টিনাকে। বিশেষ করে, সাবেক ক্লাব সতীর্থ মেসিকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরলেন তিনি।“মেসিকে নিয়ে যেকোনো দল সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার। আর্জেন্টিনাকে যতগুলো ম্যাচ খেলতে দেখেছি, আমরা জানি তারা কীভাবে খেলে- ওরা কঠিন প্রতিপক্ষ। তারা ফর্মের চূড়ায় আছে বলে মনে হচ্ছে। আর কেবল মেসিই নয়, তার চারপাশে শক্তিশালী একটি দল রয়েছে।”“আমরা জানি, কঠিন একটি ম্যাচ হবে এবং তারা দর্শকদের সমর্থন পাবে। আগামীকাল আমরা অনুশীলন শুরু করব। দেখব কীভাবে তাদের আঘাত করতে পারি। আমরা ভালোভাবে প্রস্তুত থাকব।”বিশ্বকাপের ২২তম আসরের পর্দা নামবে আগামী রোববার। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শিরোপা নির্ধারণী মঞ্চে মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য