Thursday, July 31, 2025
বাড়িখেলাশেষ ষোলোয় নেইমারকে পাওয়ার আশায় ব্রাজিল

শেষ ষোলোয় নেইমারকে পাওয়ার আশায় ব্রাজিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২ ডিসেম্বর: কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গোড়ালিতে চোট পান নেইমার। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। ব্রাজিলের সহকারী কোচ ক্লেবের শাভিয়ের জানান, সেরে ওঠার পথে ভালোভাবেই এগোচ্ছেন তাদের সেরা খেলোয়াড়। ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় রাত একটায় ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচের আগে বৃহস্পতিবার দলটির শেষ অনুশীলনে অনুপস্থিত ছিলেন নেইমার। টানা দুই ম্যাচ জিতে এরই মধ্যে শেষ ষোলোয় নিশ্চিত করে নিয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই ক্যামেরুন ম্যাচে কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে দল সাজাতে পারেন তিতে, আগেই ইঙ্গিত দিয়েছেন তিনি। চোট পাওয়া আলেক্স সান্দ্রো ও দানিলো বৃহস্পতিবার দলের অনুশীলনে ছিলেন। এদিন পরে সংবাদ সম্মেলনে শাভিয়ের শোনান তাদেরকেও নকআউট পর্ব থেকে পাওয়ার আশার কথা।   “তারা উন্নতির প্রক্রিয়ায় রয়েছে। আজ আমাদের মনোযোগ ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ নিয়ে। তার পরে আমরা সিদ্ধান্তের দিকে যাব।” 

“চোট পাওয়া খেলোয়াড়দের ফিরিয়ে আনার জন্য আমাদের চিকিৎসকদের একটি সুপরিকল্পিত পরিকল্পনা রয়েছে। শনিবার তাদের অবস্থা পুনরায় মূল্যায়ন করা হবে।” সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে নিতম্বে চোট পান ইউভেন্তুস লেফট ব্যাক সান্দ্রো। আর নেইমার মতো সার্বিয়ার বিপক্ষে গোড়ালিতে চোটে পান দানিলো। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার তাদের ফেরার নির্দিষ্ট কোনো সময়সীমার কথা বলেননি। ক্যামেরুনের বিপক্ষে জিতলে কিংবা ড্র করলেই গ্রুপ সেরা হবে ব্রাজিল। তারা যদি হারে এবং সার্বিয়াকে হারিয়ে দেয় সুইজারল্যান্ড, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন নির্বাচনের জন্য বিবেচনায় নেওয়া হবে গোল পার্থক্য। যেখানে আপাতত ৩ গোলে এগিয়ে লাতিন আমেরিকার দলটি। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে দুই নম্বরে সুইজারল্যান্ড। ক্যামেরুন ও সার্বিয়ার পয়েন্ট একটি করে। সার্বিয়ার বিপক্ষে জিতলেই পরের ধাপে চলে যাবে সুইসরা। ড্র করলেও থাকবে সুযোগ। শেষ ষোলোর সম্ভাবনার জাগাতে হলে সার্বিয়া ও ক্যামেরুনের জয়ের বিকল্প নেই। তার উভয় দল যদি জেতে, তাহলে গ্রুপের দ্বিতীয় স্থান নির্ধারণ করা হবে গোল পার্থক্যে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!