Thursday, May 29, 2025
বাড়িখেলাস্বপ্ন পূরণে ‘জিততেই হবে মানসিকতা’ চাই ব্রাজিলের

স্বপ্ন পূরণে ‘জিততেই হবে মানসিকতা’ চাই ব্রাজিলের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ নভেম্বর: ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জেতে ২০০২ সালে। দক্ষিণ কোরিয়া ও জাপানের ওই আসরের ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাস করে লাতিন আমেরিকার দলটি।২০ বছর কেটে গেছে এর মাঝে। পেরিয়ে গেছে চারটি আসর। এর মধ্যে কখনও ফাইনাল পর্যন্ত যেতে পারেনি তারা। ষষ্ঠ শিরোপার লক্ষ্যে কাতার আসরে তাদের অভিযান শুরু হবে আগামী বৃহস্পতিবার। সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।ব্রাজিলকে নিয়ে এবার দেখা হচ্ছে বড় স্বপ্ন। দারুণ সব খেলোয়াড়দের গড়া দলটিকে ধরা হচ্ছে শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার হিসেবে। তবে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসনের মতে, এসব তকমায় কিছু যায় আসে না। ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেন, যেকোনো খ্যাতি ততক্ষণ টিকে থাকে যতক্ষণ শিরোপার লড়াইয়ে থাকা যায়।“আমরা জানি এটা (বিশ্বকাপ জেতা) কতটা কঠিন। তবে ফাইনালে পৌঁছানোর এবং জয়ের চেষ্টা করার সামর্থ্য সম্পন্ন আমাদের একটি ভালো দল রয়েছে। আমাদের এই মানসিকতা থাকতে হবে, জয়ের মানসিকতা। আমাদের ভাবতে হবে যে আমরা ফাইনালে থাকব, সেখানে থাকার জন্য কাজ করব এবং এটি করবই।”“বিশ্বকাপ মানে বিশ্বকাপ। যখন বিশ্বকাপের কথা বলা হয়, ফুটবল খেলতে পারা যেকোনো খেলোয়াড়ের মনে কী আসে, ট্রফি উঁচিয়ে ধরার দৃশ্য। আর এটি আমার কাছে আলাদা নয়। আমি যখন বিশ্বকাপ নিয়ে ভাবি, কল্পনা করি ব্রাজিল ট্রফি উঁচিয়ে ধরেছে।” ‘জি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!