Monday, February 17, 2025
বাড়িখেলাকাতারে অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় ফিফাকে চাপ

কাতারে অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় ফিফাকে চাপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ নভেম্বর: কাতারে অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় পদক্ষেপ নিতে ফিফাকে চাপ দিচ্ছে তারা। আগামী ২০ নভেম্বরে পর্দা উঠবে বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসরের। কাতার আয়োজক স্বত্ব পাওয়ার পর দেশটির গরম আবহাওয়া নিয়ে আলোচনা হয় অনেক। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুমের মাঝামাঝি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েও কড়া সমালোচনা হয়। পরে নতুন করে সমালোচনা শুরু হয় দেশটির মানবাধিকার রেকর্ড, অভিবাসী শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বাজে আচরণ এবং দেশটির আইনে সমকামিতাকে অপরাধ হিসেবে তুলে ধরার মতো বিষয়গুলো। ইউরোপের ১০ ফুটবল অ্যাসোসিয়েশন রোববার খোলা চিঠিতে বলেছে, অভিবাসী শ্রমিকদের ক্ষতিপূরণে তহবিল গঠন, দোহাতে একটি অভিবাসী শ্রমিক কেন্দ্র তৈরি করার মতো বিষয়গুলো নিয়ে ফিফা জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এগুলো নিশ্চিত করার জন্য ফিফার প্রতি চাপ অব্যাহত রাখার কথা চিঠিতে বলা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের জন্য কাতারে অভিবাসী শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে বিশ্বকাপের প্রাইজ মানির সঙ্গে মিল রেখে ৪৪ কোটি ডলার বরাদ্দ করতে ফিফার প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অন্যান্য মানবাধিকার সংস্থা।  গত সপ্তাহে অস্ট্রেলিয়া দল কাতারে মানবাধিকার লঙ্ঘন ও সমকামিদের বিষয়ে দেশটির অবস্থান নিয়ে প্রতিবাদ জানায়। ডেনমার্ক দল গত মাসে জানিয়েছিল, মানবাধিকার লঙ্ঘনের কারণে পরিবার নিয়ে দলটির খেলোয়াড়রা কাতার ভ্রমণ করবেন না। এসব প্রতিবাদের প্রেক্ষিতে বিশ্বকাপের ৩২ দলকে চিঠি পাঠিয়ে ফুটবলে মনোযোগ দিতে বলেছিল ফিফা। পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করে, মানবাধিকার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য