Monday, February 10, 2025
বাড়িখেলারেকর্ড গড়া ফিফটিতে ম্যাচের সেরা স্টয়নিস

রেকর্ড গড়া ফিফটিতে ম্যাচের সেরা স্টয়নিস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২৬ অক্টোবর: পার্থে টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ৭ উইকেটে। স্টয়নিসের তাণ্ডবে লঙ্কানদের ১৫৭ রান তারা পেরিয়ে যায় ২১ বল বাকি থাকতে। পাঁচে নেমে ঝড় তুলে স্টয়নিস ৬টি ছক্কা ও ৪টি চারে ১৮ বলে খেলেন অপরাজিত ৫৯ রানের ইনিংস। ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সে ৪৯ টি-টোয়েন্টির ক্যারিয়ারে প্রথমবারের মতো জেতেন তিনি ম্যাচ সেরার স্বীকৃতি। এই ইনিংসের পথে ১৭ বলে ফিফটি করেন স্টয়নিস। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে যা দ্রুততম পঞ্চাশের রেকর্ড। ১৮ বলে ফিফটি আছে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি যৌথভাবে দ্রুততম ফিফটি। ২০০৭ আসরে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের যুবরাজ সিংয়ের করা ১২ বলে ফিফটি এখনও রেকর্ড। বৈশ্বিক আসরে ১৭ বলে ফিফটি আছে আর নেদারল্যান্ডসের স্টেফান মাইবার্গের। ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে এই কীর্তি গড়েন তিনি।  লঙ্কানদের বিপক্ষে এদিন রান তাড়ায় শুরুতে চাপে পড়ে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লেতে ওয়ার্নারকে হারিয়ে তারা তোলে কেবল ৩৩ রান। ঝড়ের আভাস দিয়ে ফিরে যান মিচেল মার্শ, ম্যাক্সওয়েলও। ৮৯ রানে ৩ উইকেট হারানো দলটির তখনও ৪৬ বলে প্রয়োজন ৬৯ রান। এরপরই উইকেটে গিয়ে খুনে ব্যাটিং শুরু করেন স্টয়নিস। তাতে ২৫ বলেই এই রান করে ফেলে অস্ট্রেলিয়া। যেখানে তার অবদান ৫৯! চামিকা করুনারত্নেকে চার মেরে শুরু করা স্টয়নিস পরের ওভারে দাসুন শানাকাকে হাঁকান টানা দুই চার। ভানিন্দু হাসারাঙ্গাকে তিন বলে মারেন ছক্কা-চার-ছক্কা। এদিন ৩ ওভারে ৫৩ রান দেন লঙ্কান লেগ স্পিনার, তার ক্যারিয়ারে যা সর্বোচ্চ। তখন পর্যন্ত দারুণ বোলিং করা মাহিশ থিকসানাকে তিন ছক্কায় উড়িয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ফিফটিতে পা রাখেন স্টয়নিস। পরে লাহিরু কুমারাকে ছক্কায় ওড়ান এই ডানহাতি ব্যাটসম্যান। ওই ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বল হাতে ২ ওভার করে ১৭ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন স্টয়নিস। তবে ব্যাটিং দিয়ে নিজেকে মেলে ধরলেন তিনি দারুণভাবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য