Sunday, February 9, 2025
বাড়িখেলাদলের কাছে ‘ইনটেন্ট’ দেখতে চান শাভি

দলের কাছে ‘ইনটেন্ট’ দেখতে চান শাভি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ অক্টোবর: চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র। পরের ম্যাচে লা লিগায় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলের হার। পরপর এমন ফলাফলে অসন্তোষ প্রকাশ করেছিলেন শাভি। বলেছিলেন একাদশে আমূল পরিবর্তন আনার কথা।ক্লাসিকোর দল থেকে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে পাঁচটি পরিবর্তন করেন শাভি। ফলও পান হাতে-নাতে। ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে বার্সেলোনা জেতে ৩-০ গোলে। এমন জয়ের পর দলের কাছে আরও তীক্ষ্ণতা ও ইচ্ছাশক্তি চাওয়ার কথা জানান শাভি।রিয়ালের বিপক্ষে শুরুর একাদশে থাকা এরিক গার্সিয়া, আলেহান্দ্রো বালদে, সের্হিও বুসকেতস, উসমান দেম্বেলে ও রাফিনিয়াকে ভিয়ারিয়াল ম্যাচে শুরুতে নামাননি বার্সা কোচ।তাদের জায়গায় খেলেন মার্কোস আলোনসো, জর্দি আলবা, গাভি, ফেররান তোরেস ও আনসু ফাতি। দলের জয়ে একটি গোল করেন ফাতি, রবের্ত লেভানদভোস্কির দ্বিতীয় গোলে অবদান রাখেন গাভি।শাভি বলেন, এই পরিবর্তনগুলো কোনো খেলোয়াড়কে নির্দিষ্ট করে বোঝানোর জন্য করা হয়নি। ভিয়ারিয়ালকে হারানোর পর সংবাদ সম্মেলনে সামনের ম্যাচে আথলাতিক বিলবাওয়ের বিপক্ষে আরও পরিবর্তনের আভাস দেন তিনি।“দলের পরিবর্তনগুলো কারও দিকে আঙুল তোলার জন্য করা হয়নি। রোববার (বিলবাওয়ের বিপক্ষে) আমি আরও পরিবর্তন করব। আমি চাই, যখনই সুযোগ আসবে সব খেলোয়াড় যেন শতভাগ প্রস্তুত থাকে।”ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ে স্বস্তি ফিরে পেয়েছেন শাভি। এই ধারা ধরে রেখে এগিয়ে যাওয়ার লক্ষ্য তার।“আমাদের তীক্ষ্ণতা ও প্রবল ইচ্ছাশক্তি প্রয়োজন। দুইটি বাজে ফলের পর আমাদের দ্রুত সাড়া দেওয়া দরকার ছিল। আমি মনে করি, আজকে (বৃহস্পতিবার) রাতে আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি।”ভিয়ারিয়াল ম্যাচ দিয়ে শুরুর একাদশে ফিরেই আলো ছড়ান ফাতি। ম্যাচের শুরুতেই তিনটি দারুণ সুযোগ তৈরি করেন তিনি। পরে ৩৮ মিনিটের সময় একাদশে ফেরা আরেক ফরোয়ার্ড তোরেসের ক্রস থেকে বল জালে জড়ান ফাতি।দলের জয়ে অবদান রাখার পর যেকোনো সময় কোচের ডাকে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি ফাতির কন্ঠে। মুভিস্টার প্লাসে নিজেকে সবসময় প্রস্তুত রাখার কথা জানিয়েছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়। দল সবসময় সবার আগে। অবশ্যই আমি খেলতে চাই, শুরুর একাদশে থেকে নিজের শেপে ফিরতে চাই। আমি প্রস্তুত আছি এবং ভালো অনুভব করছি। কোচের আমাকে প্রয়োজন হলে আমি দলকে সাহায্য করতে তৈরি।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য