Friday, February 14, 2025
বাড়িবিশ্ব সংবাদপুতিন-বারলুসকোনি ‘ভদকা ও মধুর চিঠি’ বিনিময়

পুতিন-বারলুসকোনি ‘ভদকা ও মধুর চিঠি’ বিনিময়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ অক্টোবর: ইউক্রেইন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ সমর্থনে কথা বলে সমালোচনার ঝড়ে পড়া ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি সেই ঝড় আরও উস্কে দিয়েছেন পুতিনের সঙ্গে তার সখ্য নিয়ে দম্ভ করে।বারলুসকোনির কথায়, দীর্ঘদিনের বন্ধু পুতিনের সঙ্গে তিনি সম্প্রতি আবার মেলামেশা শুরু করেছেন। গত মাসে তার জন্মদিনে পুতিনের সঙ্গে নতুন করে কথা হয়েছে এবং তারা একে অপরের সঙ্গে ভদকা, ওয়াইন ও মধুর চিঠি বিনিময় করেছেন।প্রকাশ হওয়া একটি অডিও টেপে বার্লুসকোনি এমন কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি। ইতালির সংবাদ সংস্থা লাপ্রেসে গত মঙ্গলবার গোপনে ধারণ করা এই অডিও রেকর্ড প্রকাশ করে।রেকর্ডটিতে বারলুসকোনি গত ২৯ সেপ্টেম্বর নিজের ৮৬তম জন্মদিন উপলক্ষে পুতিনের সঙ্গে তার বন্ধুত্বের এই গভীরতার কথা ফোর্জা ইতালিয়া পার্টির আইনপ্রণেতাদেরকে বলেছেন।বারলুসকোনি এই দলের নেতা হিসেবেই ইতালির প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবার ইতালিতে জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন নতুন ডানপন্থি জোট সরকারের শরিক হতে চলেছে বার্লুসকোনির ফোর্জা ইতালিয়া।বার্লুসকোনি গত মাসে ইতালিতে নির্বাচনের আগে দিয়ে পুতিনের পক্ষ নিয়ে কথা বলে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন। পুতিনকে ইউক্রেইনে হামলা চালাতে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি।এবারে প্রকাশ হওয়া অডিও রেকর্ডিংয়ে বারলুসকোনিকে বলতে শোনা গেছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জন্মদিনে উপলক্ষে তাকে ২০ বোতল ভদকার সঙ্গে একটি মধুর চিঠি পাঠিয়েছেন। এতে পুতিন তাকে সত্যিকারের পাঁচজন বন্ধুর একজন বলে উল্লেখ করেছেন। বিনিময়ে তিনিও পুতিনকে ইতালিয়ান ওয়াইনের সঙ্গে মিষ্টি চিঠি পাঠিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য