Wednesday, May 28, 2025
বাড়িখেলাশেষ ওভারের রোমাঞ্চে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ ভারতের

শেষ ওভারের রোমাঞ্চে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ ভারতের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ সেপ্টেম্বর: হায়দরাবাদে রোববার তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ২-১ এ সিরিজ জিতল ভারত।ক্যামেরন গ্রিন ও টিম ডেভিডের ঝড়ো ফিফটিতে ৭ উইকেটে ১৮৬ রান করে অস্ট্রেলিয়া। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের ফিফটি আর পান্ডিয়ার ক্যামিওতে ভারত লক্ষ্যে পৌঁছে যায় ১ বল বাকি থাকতে।প্রথম দুই ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে ৪৮ বলে ৪ ছক্কা ও ৩ চারে ৬৩ রানের ইনিংস খেলেন কোহলি। দ্বিতীয় ম্যাচে প্রথম বলে আউট হওয়া সূর্যকুমার এবার ৩৬ বলে খেলেন ৬৯ রানের বিধ্বংসী ইনিংস। যেখানে চার ও ছক্কা সমান ৫টি করে। ১৬ বলে ২৫ রানের ইনিংসে জয় নিয়ে ফেরেন পান্ডিয়া।রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় বলেই ভুবনেশ্বর কুমারকে ছক্কায় ওড়ান গ্রিন। পরের বলে চার। তৃতীয় ওভারে আক্রমণে আসা জাসপ্রিত বুমরাহকে দুই ছক্কার সঙ্গে তিনি চার মারেন একটি।পরের ওভারে আকসার প্যাটেলের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ। বাঁহাতি স্পিনারের পরের তিন বলে টানা তিনটি চার মেরে এগিয়ে যান গ্রিন। ফিফটি পূর্ণ করেন স্রেফ ১৯ বলে।এই সংস্করণে ভারতের বিপক্ষে কোনো ব্যাটসম্যানের দ্রুততম ফিফটি এটি। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসের ২০ বলে ফিফটি ছিল আগের রেকর্ড।ফিফটির পরই গ্রিনকে থামান ভুবনেশ্বর। ২১ বলে ৭ চার ও ৩ ছক্কায় তিনি করেন ৫২ রান।

স্টিভেন স্মিথ ২ রানে জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি (৯)। দ্বিতীয় রানের চেষ্টায় রান আউটে কাটা পড়েন গ্লেন ম্যাক্সওয়েল (৬ )। এরপর একই ওভারে জস ইংলিস (২২) ও ম্যাথু ওয়েডের (১) বিদায়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তখন ১৪ ওভারে ১১৭ রানে ৬ উইকেট নেই তাদের।তবে সপ্তম উইকেটে ৩৪ বলে ৬৮ রানের বিধ্বংসী জুটিতে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন ডেভিড ও স্যামস।ভুবনেশ্বর, বুমরাহ, হার্শাল প্যাটেল- তিন জনকেই ছক্কায় ওড়ান ডেভিড। এই সিরিজেই অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হওয়া বিস্ফোরক ব্যাটসম্যান দলটির জার্সিতে প্রথম ফিফটি পূর্ণ করেন ২৫ বলে।শেষ ওভারে ক্যাচ দিয়ে শেষ হয় তার ৪ ছক্কা ও ২ চারে গড়া ২৭ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস। স্যামস ২০ বলে ২ ছক্কা ও একটি চারে ২৮ রানে অপরাজিত থাকেন।৩৩ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার আকসার। বুমরাহ ৪ ওভারে ৫০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। তার সবচেয়ে খরুচে বোলিং এটি।রান তাড়ায় প্রথম ওভারেই লোকেশ রাহুলকে হারায় ভারত। আগের ম্যাচের নায়ক রোহিত শর্মা ঝড় তোলার ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি এবার (১৭)।কোহলি ও সূর্যকুমার এরপর বড় জুটিতে এগিয়ে নেন দলকে। দুই জনই খেলেন দারুণ সব শট। লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পাকে টানা দুই ছক্কার পথে সূর্যকুমার ফিফটি পূর্ণ করেন ২৯ বলে।৬২ বলে ১০৪ রানের জুটি ভাঙে সূর্যকুমারের বিদায়ে। কোহলি এরপর ফিফটি পূর্ণ করেন ৩৭ বলে। কাজ যদিও শেষ করে আসতে পারেননি তিনি। যেটি করেন পান্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮৬/৭ (গ্রিন ৫২, ফিঞ্চ ৭, স্মিথ ৯, ম্যাক্সওয়েল ৬, ইংলিস ২৪, ডেভিড ৫৪, ওয়েড ১, স্যামস ২৮*, কামিন্স ০*; ভুবনেশ্বর ৩-০-৩৯-১, আকসার ৪-০-৩৩-৩, বুমরাহ ৪-০-৫০-০, পান্ডিয়া ৩-০-২৩-০, চেহেল ৪-০-২২-১, হার্শাল ২-০-১৮-১)

ভারত: ১৯.৫ ওভারে ১৮৭/৪ (রাহুল ১, রোহিত ১৭, কোহলি ৬৩, সূর্যকুমার ৬৯, পান্ডিয়া ২৫*, কার্তিক ১*; স্যামস ৩-০-২২-১, হেইজেলউড ৩-০-৩০-১, জ্যাম্পা ৪-০-৪৪-০, কামিন্স ৩-০-৩৪-১, গ্রিন ৩-০-১৪-০, ম্যাক্সওয়েল ১-০১১-০)

ফল: ভারত ৬ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী ভারত

ম্যান অব দা ম্যাচ: সূর্যকুমার যাদব

ম্যান অব দা সিরিজ: আকসার প্যাটেল

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!